Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহামেডানকে উড়িয়ে দিল রূপগঞ্জ টাইগার্স


৯ এপ্রিল ২০২২ ১৭:১০

মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল্লাহর শুরুর ধাক্কার পর মাঝের ওভারগুলোতে রীতিমতো ঘূর্ণি বিষ ছড়ালেন এনামুল হক জুনিয়র। যাতে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে দেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। পরে ৮২ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে রূপগঞ্জ টাইগার্স।

প্রথমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে আসা দলটি সপ্তম ম্যাচ খেলতে নেমে আজ চতুর্থ জয় পেলো। চার জয়ের মধ্যে আজকের জয়টাকে নিশ্চয় আলাদা করে মনে রাখবে রূপগঞ্জ। তারকাবহুল মোহামেডান যে আজ দাঁড়াতেই পারল না তাদের বিপক্ষে!

বিজ্ঞাপন

শনিবার (৯ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে মোহামেডান। পারভেজ হোসেন ইমনকে ১৪ রানে ফিরিয়ে ২৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন শরিফুল্লাহ। অপর ওপেনার রনি তালুকদারকে (২৪) ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। এরপর এনামুলের ঘূর্ণি জাদুতে মাত্র ২৪ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে মোহামেডান।

মাহমুদউল্লাহ রিয়াদ সেই বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি। ৫২ বলে ২টি করে চার ছয়ে ৪৮ রান করে এনামুলের বলে ফেরার পর ড্রেসিংরুমের দরজায় লাথি মারতে দেখা গেছে মাহমুদউল্লাহকে।

শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন রনি তালুকদার। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে এনামুল হক জুনিয়র ৯.১ ওভারে মাত্র ২৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ২৮ রানে তিন উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে ৯ রানেই ওপেনার মিজানুর রহমানকে হারায় রূপগঞ্জ টাইগার্স। বেশিদূর এগুতে পারেননি অপর ওপেনার জাকির হাসানও (২৪)। তবে আসিফ আহমেদ ও ফজলে মাহমুদ রাব্বি এরপর আর কোনও সুযোগই দেননি মোহামেডানকে। রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পরে ছিলেন দুজন।

তৃতীয় উইকেটে ৮৪ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি রেখে ৪৮ রানে ফেরেন আসিফ। ফজলে মাহমুদ আর আউটই হননি। সাদ নাসিমকে নিয়ে বাকি কাজটা সেরেছেন দারুণভাবে। শেষ পর্যন্ত ৭৩ বল খেলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন ফজলে রাব্বি। সাদ নাসিম অপরাজিত ছিলেন ১৬ রানে।

মোহামেডানের হয়ে ৩৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ইয়াছির আরাফাত মিশু।

ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর