Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের শাশুড়ির মৃত্যু


৯ এপ্রিল ২০২২ ১৬:১০ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ১৬:১৫

ক্যান্সারের সঙ্গে যুদ্ধে পেরে উঠলেন না সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভোগা নার্গিস বেগম গতকাল শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে মারা গেছেন। আজ সাকিবের শশুড়বাড়ি নরসিংদীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন যাবত ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে চলা সাকিবের শাশুড়ি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সাকিবের মা ও দুই মেয়ের সঙ্গে শাশুড়ি নার্গিস আক্তার (বাঁ থেকে দ্বিতীয়)

সাকিবের মা ও দুই মেয়ের সঙ্গে শাশুড়ি নার্গিস আক্তার (বাঁ থেকে দ্বিতীয়)

পারিবারিক সূত্রে জানা যায়, শাশুড়ির মৃত্যুতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আশা হচ্ছে না সাকিবের। বড় মেয়ের স্কুল খোলা থাকায় তার সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। তার স্ত্রী উম্মে আহমেদ শিশির অনেকদিন যাবত ধরে দেশেই আছেন বাংলাদেশে।

কিছুদিন আগে শাশুড়ির সঙ্গে মা, দুই সন্তানও অসুস্থ হয়ে পড়লে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসেন সাকিব। পরিবারের বাকি সদস্যরা সুস্থ হলেও শাশুড়ি সুস্থ হচ্ছিলেন না। এর মধ্যে বড় মেয়ে আলাইনার স্কুল খেলাতে গত ১ এপ্রিল তাকে নিয়ে যুক্তরাষ্ট্র চলে যান সাকিব।

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর