Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিন শেষে তাইজুলের আক্ষেপ


৯ এপ্রিল ২০২২ ০২:০১

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সেরা পারফরমার তাইজুল ইসলাম। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এই পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন তাইজুল ইসলাম। তবুও দিন শেষে আক্ষেপ ঝড়ল বাংলাদেশি স্পিনারের কণ্ঠে। বলেছেন, প্রথম দিনে রানটা একটু বেশিই খরচ করে ফেলেছে বাংলাদেশ।

পোর্ট এলিজাবেথের অতীত রেকর্ড বলছে এই মাঠে টেস্টের প্রথম দিনে গড় ২৭৪ রান উঠার বদলে উইকেট পরে ৮টি। অতীত পরিসংখ্যান অনুযায়ী রান অবশ্য উঠেছে। কিন্তু পাঁচের বেশি উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুরুতে নতুন বলে সুবিধা করতে পারেনি বাংলাদেশি পেসাররা। তাইজুল মনে করছেন, সেই কারণেই উইকেটপ্রাপ্তিতে প্রত্যাশিত সাড়া মিলেনি। দিনের খেলা শেষে অভিজ্ঞ স্পিনার বলেন, ‘এই কন্ডিশনে প্রথম এক ঘণ্টার মতো সময় বোলারদের জন্য বেশ সহায়ক ছিল। কিন্তু আস্তে আস্তে উইকেটটা ব্যাটিং–সহায়ক হয়ে যায়। আমরা যদি তাদের আরেকটু কম রানে আটকে রাখতে পারতাম, হয়তোবা তাদের ওপর চাপটা আরেকটু বেশি থাকত। চাপটা যদি বেশি হতো, তাহলে দু–একটা উইকেট পড়ার সুযোগ ছিল। আমার মনে হয় একটু বেশি রান হয়ে গেছে।’

তাসকিন আহমেদ ইনজুরিতে না পরলে এই ম্যাচ খেলতে হয়তো দেখাও যেতো না তাইজুলকে। তাসকিনের ইনজুরির পর তার বদলে একজন পেসার নাকি একজন স্পিনার এমন আলোচনার পর শেষ পর্যন্ত তাইজুলকে একাদশে ডাকে বাংলাদেশ। সুযোগ পেয়ে কোন মন্ত্রে সফল হলেন জানিয়েছেন তাইজুল।

বলেন, ‘আমি চেষ্টা করেছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ, দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যায়। আসলে লাইন-লেংথ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। ভালো করে খেয়াল করলে দেখবেন, মধ্যাহ্নভোজের আগে আমি ৫ ওভার করেছি। তখন আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। কারণ, ওই সময় রানরেট একটু বেশি ছিল। আমি চেষ্টা করেছি রানরেট কমানোর। এরপর আমি গতির তারতম্যে গিয়েছি। এ রকম একটা পরিকল্পনা ছিল। মধ্যাহ্নভোজের পর এসে চেষ্টা করেছি রান কম দেওয়ার সঙ্গে যেন উইকেটও পাওয়া যায়।’

বিজ্ঞাপন

টপ নিউজ তাইজুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর