Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উজ্জল তাইজুলে বাংলাদেশের স্বস্তিতে দিন পার


৮ এপ্রিল ২০২২ ২২:৫৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ০০:৪৫

তাসকিন আহমেদ ইনজুরিতে না পড়লে তাইজুল ইসলাম পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশে সুযোগ পেতেন কিনা সন্দেহ! ইনজুরির কারণে পেসার তাসকিন ছিটকে গেলে তার বদলে একজন পেসার নাকি স্পিনার এই আলোচনার পর পোর্ট এলিজাবেথে স্পিনার তাইজুলকে একাদশে ডাকে বাংলাদেশ। এখন পর্যন্ত এই সিদ্ধান্তটাই কাজে লেগেছে দারুণভাবে। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল। আগে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেটে ২৭৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তিনটি উইকেটই নিয়েছেন তাইজুল। বাকি দুটি পেসার খালেদ আহমেদ।

বিজ্ঞাপন

আগের দিন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেছিলেন, উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে একজন বাড়তি পেসার খেলানো হবে নাকি একজন স্পিনার। তাইজুলকে একাদশে দেখেই মনে হচ্ছিল উইকেটে স্পিনারদের জন্য কিছু আছে। সেটার প্রমাণ দেখা গেল মাঠের খেলাতেও।

দিনের শুরু থেকেই স্পিনার মেহেদি হাসান মিরাজকে দিয়ে বোলিং করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম সেশনে অবশ্য সুবিধা করতে পারেননি স্পিনাররা। প্রথম সেশনে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টও। শুধু সারেল এরউইয়ির উইকেটটি হারিয়ে দিনের প্রথম সেশনে ১০৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।

ডিন এলগার আগের ম্যাচের মতোই দারুণ ব্যাটিং করছিলেন। দ্বিতীয় সেশনে এই এলগারকে ফিরিয়ে লাগাম টেনে ধরেন তাইজুল। মধ্যহ্ন বিরতির পরপরই তাইজুলের বাইরের ডেলিভারিতে খোঁচা দিয়ে কট বিহাইন্ড এলগার। ফেরার আগে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক করেন ৮৯ বলে ১০ চারে ৭০ রান।

অপর প্রান্ত থেকে ইবাদত হোসেনের আলগা বোলিংয়ে অবশ্য চাপ কাটিয়ে উঠার সুযোগ পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। তবে অন্যপ্রান্ত থেকে তাইজুল ঠিকই চাপে রাখার চেষ্টা করে গেছেন। দলীয় ১৮৪ রানের মাথায় কেগান পিটারসেনকেও ফেরান তাইজুল। তার আগে বেরসিক বৃষ্টি খেলা বন্ধ রেখেছিল অন্তত ২৫ মিনিট। বৃষ্টির পর দক্ষিণ আফ্রিকাকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশি বোলিং আক্রমণ। সেই সময় ১০ ওভারে মাত্র ১৬ রান তুলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যেই তাইজুলকে ডাউন দ্য গ্রাউন্ড খেলতে গিয়ে ফিরেছেন পিটারসেন। প্রথমে আম্পায়ার অবশ্য আউট দেয়নি। পরে রিভিউ নিয়ে উইকেট পেয়েছে বাংলাদেশ।

শেষ সেশনে তাইজুল আরও একটি এবং খালেদ তার দ্বিতীয় উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন। সেঞ্চুরির দিকে এগুতে থাকা টেম্বা বাভুমাকে দারুণ এক ডেলিভারিতে ফেরান খালেদ। খালেদের গতিময় ডেলিভারিতে ঠিকভাবে ব্যাট নিতে না পেরে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়েছেন বাভুমা। ফিরেছেন ১৬২ বলে ৭টি চারের সাহায্যে ৬৭ রান করে। তার আগে তাইজুল ফিরিয়েছেন রায়ান রিকেলটনকে।

বিজ্ঞাপন

তরুণ রিকেলটনকে একটু বেশিই রোমাঞ্চিত মনে হচ্ছিল! শট খেলার প্রবনতা বেশিই দেখা গেছে তার মধ্যে। এই সুযোগটাই কাজে লাগিয়েছেন তাইজুল। বাইরের বল রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৪২ রানের মাথায়।

দিন শেষ তাইজুল ৩ উইকেট নিতে খরচ করেছেন ৭৭ রান। খালেদ ২ উইকেট নিতে খরচ করেছেন ৫৯ রান।

টপ নিউজ তাইজুল ইসলাম বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর