গাজী গ্রুপ ক্রিকেটার্সের রোমাঞ্চকর জয়
৮ এপ্রিল ২০২২ ২১:০৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ২১:১৮
গাজী গ্রুপ ক্রিকেটার্সের ২৫৬ রানের জবাব দিতে নেমে দুই উইকেটে ১৭০ রান তুলে ফেলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তখন ৩১ ওভারের খেলা চলছিল। মনে হচ্ছিল প্রাইম ব্যাংকের জয় খুবই সম্ভব। কিন্তু তারপর গাজী গ্রুপ ক্রিকেটার্স ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে। রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত ৪ রানে ম্যাচ জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তারুণ্যনির্ভর দল গড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বড় তারকা নেই বললেই চলে। তবে তরুণ দলটি এগুচ্ছে দারুণভাবেই। আজ অষ্টম ম্যাচ খেলতে নেমে পঞ্চম জয় পেলো গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শুক্রবার (৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করা গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি মারুফ। অনেকদিন ধরে অফফর্মে থাকা মেহেদির সেঞ্চুরিতেই মূলত চ্যালেঞ্জিং একটা স্কোর দাঁড় করাতে পেরেছে গাজী গ্রুপ। ওপেনিং করতে নেমে ৪৬তম ওভারে ফিরেছেন ১৪০ বল খেলে ১১৮ রান করে। তার ইনিংসে চার ১৩টি, ছক্কা ৩টি। গাজী গ্রুপের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেছেন আল-আমিন।
পরে জবাব দিতে নেমে এনামুল হক বিজয় ও অভিমান্যু ঈশ্বরন যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জয়টা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এই দুজন ফেরার পর মাঝের ওভারগুলোতে মোহাম্মদ মিঠুন, নাসির হোসেনদের সুবিধা করতে দেননি গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলাররা। হাবিব মেহেদী ও রাকিবুল আতিক দ্রুত চারটি উইকেট তুলে নিলে চাপে পড়ে যায় প্রাইম ব্যাংক।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো প্রাইম ব্যাংকের শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান। হাতে ছিল ১ উইকেট। অনূর্ধ্ব-১৯ দলের পেসার আশিকুর জামান শেষ ওভারে দিয়েছেন মাত্র ২ রান। যাতে ৪ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মেহেদি মারুফের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
লিগে দিনের অপর ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পারভেজ রসুলের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরুর পরও ১৭৭ রানেই থেমে যায় আবাহনী। রসুল ৯.৫ ওভারে মাত্র ২৯ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। আবাহনীর হয়ে ৭২ বলে সর্বোচ্চ ৫১ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারী। পরে ৪৮.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮২ রান তুলে ফেলে শেখ জামাল। সর্বোচ্চ ৫৭ রান করেছেন রবিউল ইসলাম রবি।