উদ্বোধনী জুটি ভাঙলেন খালেদ
৮ এপ্রিল ২০২২ ১৫:০৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ১৬:০৯
পোর্ট এলিজাবেথে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। ব্যাট করতে নেমে দুই ওপেনার দুর্দান্ত শুরু করে প্রোটিয়াদের হয়ে। প্রথম ১১ ওভারেই দলের অর্ধশতকপূর্ণ করেন এলগার এবং আরউই। এরপরের ওভারেই বল হাতে এসে আরউইকে তুলে নিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ আহমেদ।
১২তম ওভারের শেষ বলে খালেদ আহমেদ অফসাইডের বাইরের বলটি ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে। এতেই প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। আর স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।
এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪ ওভারে ১ উইকেটে ৬০ রান। এলগার ৩৪ আর পিটারসেন ২ রানে অপরাজিত আছেন।
এর আগে তৃতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙতে পারত বাংলাদেশ। সারেল আরউইয়ার বিপক্ষে এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেওয়ার তাগিদ দেন সৈয়দ খালেদ আহমেদ। কেউ একজন জিজ্ঞেস করেন, ব্যাটে বলের স্পর্শ আছে কি না। ডানহাতি এই পেসার নেতিবাচক ইশারা করেন।
অধিনায়ক মুমিনুল হক রিভিউয়ের সিদ্ধান্ত নিতে নিতে পেরিয়ে যায় নির্ধারিত ১৫ সেকেন্ড সময়। পরে রিপ্লেতে দেখা গেছে, ব্যাটে বলের স্পর্শ ছিল না, আঘাত হানতো লেগ স্টাম্পের উপরের দিকে। হাতছাড়া হয়ে যায় শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস