‘মুশফিক-মুমিনুলের অফ ফর্ম নিয়ে চিন্তা নেই’
৭ এপ্রিল ২০২২ ২১:১৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ০৯:৫০
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুমিনুল হকের। বিশেষ করে বিদেশের মাটিতে। অনেকদিন যাবত প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিমও। রাত পোহালেই সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পারিবারিক কারণে এই ম্যাচে নেই সাকিব আল হাসান। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছিটকে গেছেন ইনজুরির কারণে। এমন অবস্থায় মুশফিক-মুমিনুলের মতো দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম ভাবাচ্ছে। ম্যাচের আগে মুমিনুল হক অবশ্য বললেন, তার নিজের এবং মুশফিকের অফ ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
বিদেশে মুমিনুলের ব্যাটিং গড় এমনিতেই কম। বাংলাদেশের টেস্ট অধিনায়কের ক্যারিয়ার গড় ৪০. ২৬। কিন্তু বিদেশের মাটিতে সেটা নেমে ২৮.০২। টেস্টে গত ১০ ইনিংসে মুমিনুলের ফিফটি মাত্র একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে তার আউট হওয়ার ধরন পছন্দ হয়নি কারও। প্রথম ইনিংসে আউট হয়েছেন কোনও রান না করেই। দ্বিতীয় ইনিংসে করতে পেরেছেন মাত্র ২।
মুশফিকুর রহিম ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৭ রানে ফিরেছেন। দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। গত নিউজিল্যান্ড সিরিজে এক ম্যাচ খেলে প্রথম ইনিংসে করেছিলেন ১২, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫। দেশ-বিদেশ সব জায়গা মিলিয়ে সর্বশেষ ১১ ইনিংস মিলিয়ে মুশফিকের টেস্ট ফিফটি মাত্র ১টি। ফলে দুই সিনিয়রকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে মুমিনুল হক অবশ্য চিন্তার কারণ দেখছেন না।
সেঞ্চুরিয়ান টেস্টের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এক প্রশ্নের উত্তরে বলেন, ‘ওনাকে (মুশফিক) নিয়ে কোন চিন্তাই করি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুত কামব্যাক করবে। আর আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কি হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কি হবে সেটার দিকে তাকাচ্ছি।’
ইনজুরির কারণে ছিটকে পড়া তাসকিনের জায়গায় কাকে খেলানো হবে তা এখনো ঠিক করা হয়নি। তার জায়গায় একজন পেসার নাকি স্পিনার নাকি বাড়তি ব্যাটার খেলানো হবে সেটা কাল সকালে উইকেট দেখে তবেই চূড়ান্ত করা হবে বলেছেন অধিনায়ক।
একাদশ কম্বিনেশন কেমন হবে এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘দেখেন উইকেটটা যতটুকু দেখলাম, একটু শুষ্ক আছে বলে মনে হলো আমার। এখন উইকেটটা কাল সকালে আমরা আরেকবার দেখলে হয়তোবা সিদ্ধান্ত নিতে পারব আসলে একটা স্পিনার বেশি খেলাব নাকি একটা পেস বোলার বেশি খেলবে।’
তবে পেটের পীড়ায় ডারবান টেস্ট খেলতে না পারা তামিম ইকবাল যে কাল মাঠে নামার জন্য প্রস্তুত সেটা জানিয়ে রাখলেন মুমিনুল। সেক্ষেত্রে সাদমান ইসলাম অনিককে হয়তো আবারও একাদশের বাইরে থাকতে হচ্ছে। মুমিনুল বলেন, ‘তামিম ভাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা ওনার পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী, ইনশা আল্লাহ উনি খেলবেন।’