Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্যা হান্ড্রেডে দল পাননি সাকিব

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২২ ১৩:৫০

ফাইল ছবি

ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি সাকিব আল হাসান। ২০২২ সালের মেগা নিলামে দুইবার নাম উঠলেও অবিক্রীত থেকে গিয়েছিলেন সাকিব। আইপিএলের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় লিগ দ্যা হান্ড্রেডেও দল পেলেন না সাকিব।

অবশ্য কেবল সাকিব আল হাসানই নয়, দ্যা হান্ড্রেডের ড্রাফটে থাকা বাংলাদেশের কোনো ক্রিকেটারই দল পাননি। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম ড্রাফটে ছিল। ড্রাফটে দল পাননি বাবর আজম, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারাও।

বিজ্ঞাপন

সোমবার (৪ এপ্রিল) দ্যা হান্ড্রেডের ড্রাফট আয়োজিত হয়। এক দিন পর মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়াড়দের তালিকা। এই তালিকায় নাম নেই সাকিবসহ অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারের। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ১৩ লাখ।

দ্যা হান্ড্রেডের প্রথম আসরের ড্রাফটে নাম থাকলেও সেবারও অবিক্রিত থেকে গিয়েছিলেন সাকিব।

সারাবাংলা/এসএস

দ্যা হান্ড্রেড সাকিব আল হাসান

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর