Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলে মাহমুদের সেঞ্চুরি জেতাতে পারল না রূপগঞ্জ টাইগার্সকে


৫ এপ্রিল ২০২২ ২০:৫০

বড় রান তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ফজলে মাহমুদ রাব্বি। অধিনায়ক মার্শাল আইয়ূব দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে দলের বাকিরা সেভাবে অবদান রাখতে পারলেন না ব্যাট হাতে। ফলাফল ব্রাদার্স ইউনিয়নের রান পাহাড় পেরুতে পারেনি রূপগঞ্জ।

সোমবার (৫ এপ্রিল) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির তিন নম্বর মাঠে মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার সর্বোচ্চ ১৪১ রানের কল্যাণে ৩০৯ রান তুলেছিল প্রথমে ব্যাটিং করতে নামা ব্রাদার্স। পরে ৪৭.২ ওভারে ২৭৩ রানে থেমেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ইনিংস।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাটিং করতে নেমে দলের খাতায় রান না উঠতেই ফিরে যান ব্রাদার্সের ওপেনার ইমতিয়াজ হোসেন। তবে অপর ওপেনার মোহাম্মদ আশরাফুল আজ স্মরণীয় এক ইনিংস খেলার পণ করেছিলেন! বাংলাদেশের সাবেক অধিনায়ক ওপেনিংয়ে নেমে আর অউট হননি।

প্রথমে মাইশুকুর রহমানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫০ রানের ইনিংস খেলেন। কার্যকরী ছিল চতুর্থ উইকেটে চতুরঙ্গা ডি সিলভার সঙ্গে তার ৩৮ বলে ৬৮ রানের জুটিটি। চতুরঙ্গা সিলভা ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন। মাত্র ২৫ বলে ৫১ রান করার পথে  ৪টি চার ৩টি ছক্কা মেরেছেন লংকান ক্রিকেটার। আশরাফুল শেষ পর্যন্ত ১৩৯ বল খেলে ১৪১ রানে অপরাজিত ছিলেন ১৬টি চার ১টি ছয় মেরে।

জবাবে রূপগঞ্জ টাইগার্সের শুরুটা ভালো হয়নি। ওপেনার মিজানুর রহমান ফিরেছেন দলীয় ১৩ রানের মাথায়। ফর্মে থাকা বাবা অপরাজিত (৩৪) ও জাকির হোসেনও (৩৩) আজ বড় স্কোর গড়তে পারেননি। তবে মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন ফজলে মাহমুদ রাব্বি ও মার্শাল আইয়ুব।

বিজ্ঞাপন

চতুর্থ উইকেটে ১১০ রান তুলে রূপগঞ্জের জয়ের সম্ভবনা তৈরি করেছিলেন দুজন। কিন্তু এই ‍দুজন ফিরতেই যেন ভেঙে পড়ল রূপগঞ্জের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ২৭৩ রানে থেমেছে দলটি।

ফজলে মাহমুদ রাব্বি ১০০ বল খেলে ৪টি করে চার, ছয় মেরে করেছেন ঠিক ১০০ রান। মার্শাল আইয়ূব ৫৪ বলে চারটি চারে ৫৮ রান করেছেন। ব্রাদার্সের হয়ে আবু হায়দার, চতুরঙ্গা ডি সিলভা, সাকলাইন সজীব ও মুনির খান দুটি করে উইকেট নিয়েছেন।

এদিকে লিগে দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাটিং করে ২৬৫ রান তুলেছিল প্রাইম ব্যাংক। পরে ৪৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৬৬ রান তোলে শেখ জামাল।

ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর