Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডারবানে যেভাবে পথ হারাল বাংলাদেশ


৪ এপ্রিল ২০২২ ২৩:২১ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ২৩:২৪

স্কোরবোর্ড বলবে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিন্তু মাঠের খেলায় টেস্টের চারদিন ধরে দক্ষিণ আফ্রিকার চোখে চোখ রেখে লড়েছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধসটাই ম্যাচ একতরফা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু মুমিনুল হক সৌরভ মনে করছেন, বাংলাদেশ ম্যাচে পিছিয়ে পড়েছে অনেক আগেই।

প্রথম ইনিংসে ২৯৮ রানে দক্ষিণ আফ্রিকার আট উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবুও দক্ষিণ আফ্রিকা গিয়ে থেমেছে ৩৬৭ রানে। মমিনুল হক মনে করছেন, সেখানেই বাংলাদেশ খানিকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তারপর টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে মাত্র ১১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

বিজ্ঞাপন

দিন শেষে মুমিনুল হক বলছিলেন, ‘চার দিন আমরা অনেক ভালো চাপ তৈরি করতে পেরেছিলাম। তবে প্রথম ইনিংসে ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি বলে মনে হয় আমার। ওই জায়গায় হয়তো একটু হড়কে গেছি। আর কালকের দিনে তিনটা উইকেট হারানোটা একটু ঝামেলা হয়ে গেছে, যেকোনো ফরম্যাটেই নতুন বলে তিনটা উইকেট হারানো অনেক চাপ তৈরি করে।’

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণই বেশি ভুগিয়েছে বাংলাদেশকে। মাত্র ৫৩ রানে গুটিয়ে যাওয়ার পথে বাংলাদেশের দশটি উইকেটই তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশভ মহারাজ ও সিমন হার্মার। এই দুজন এমনভাবে স্পিন জাল বিছিয়েছিলেন যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার দ্বিতীয় ইনিংসে কোনও পেসারকে আক্রমণেই আসেননি।

কেশভ মহারাজ ৩২ রানে উইকেট নিয়েছেন ৭টি, হার্মার ৩টি। অথচ কন্ডিশন অনুযায়ী বাংলাদেশি ব্যাটাররা স্পিন বোলিং বেশি খেলেই বেড়ে উঠেছেন। তবুও বিদেশে গিয়ে স্পিনারদের বিপক্ষে অসহায় হয়ে পরাকে মুমিনুল হক বলছেন ‘ক্রাইম’।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, বিদেশের মাটিতে এসে স্পিনারদের উইকেট দেওয়াটা অনেক বড় “ক্রাইম”। আমার কাছে মনে হয়, বিদেশে এসে স্পিনারদের উইকেট দিতে পারবেন না। ব্যাটসম্যান হিসেবে উইকেট দিতে পারবেন না স্পিনারদের, কারণ তাদের বিপক্ষে রান করার সুযোগ বেশি থাকে। আমার মনে হয় ব্যাটিং–ব্যর্থতা এটি।’

মুমিনুল বলেন, ‘হ্যাঁ, (এখানে এমন) উইকেট দেখে একটু বিস্মিত হয়েছি। তবে খুব বেশি বল ঘোরেওনি। আমরা বেশির ভাগ আউট হয়েছি সোজা বলেই, টার্ন করা বলে না। সত্যি বলতে দ্বিতীয় ইনিংসে অনেক বাজে ব্যাটিং করেছি আমরা, এর কোনো অজুহাত নেই।’

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর