Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. আফ্রিকার ক্রিকেটারদের বিপক্ষে মুমিনুলের বড় অভিযোগ


৪ এপ্রিল ২০২২ ২০:২৯

ক্রিকেট মাঠে স্লেজিং খুবই পরিচিত একটি বিষয়। কেউ এটার পক্ষে, কেউ আবার বিপক্ষে। ডারবান টেস্ট শেষে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতিমাত্রায় স্লেজিংয়ের অভিযোগ তুললেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রোটিয়ারা স্লেজিংয়ের সীমা ছাড়িয়ে নাকি গালিগালিও করেছেন বাংলাদেশি ক্রিকেটারদের!

ডারবানের শেষ দিনটা বাংলাদেশের জন্য কেটেছে দুঃস্বপ্নের। আগের চার দিন দক্ষিণ আফ্রিকার চোখে চোখ রেখে লড়াই করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট পেয়েছিল। কঠিন হলেও এই টার্গেট মোটেও অসম্ভব নয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা হলো ভূতুড়ে।

বিজ্ঞাপন

মাত্র ৫৩ রানে গুটিয়ে গিয়ে ২২০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মুমিনুল জানালেন, মাঝের ওভারগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের গালাগালি করেছেন স্বাগতিক ক্রিকেটাররা।

মুমিনুল বলেন, ‘ক্রিকেট মাঠে স্লেজিং সব সময় হয়। স্লেজিং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি।’

ডারবান টেস্টে আম্পায়ারিং নিয়েও প্রশ্ন ‍উঠেছে। বেশ কয়েকটি ক্লোজ ডিসিশন গেছে বাংলাদেশের বিপক্ষে। বারবার রিভিউ নিতে হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ম্যাচ চলাকালেই টুইটারে এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন পারিবারিক কারণে ছুটিতে থাকা সাকিব আল হাসান। এই ম্যাচে খেলতে না পারা তামিম ইকবালকে চতুর্থ দিনের খেলা শেষে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে কথা বলতে।

আজ টেস্ট অধিনায়ক মুমিনুলও আম্পায়ারিং নিয়ে কথা তুললেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আইসিসির উচিত, এটা নিয়ে চিন্তাভাবনা করা। নিরপেক্ষ আম্পায়ারিং আবার ফিরিয়ে আনা উচিত। কোভিডের আগে যেমন ছিল তেমন। কোভিডের কারণে মাঝে হয়নি। এখন তো কোভিড নিয়ন্ত্রণে আছে। আবার নিরপেক্ষ আম্পায়ারিং ফিরিয়ে আনার উচিত। শুধু এই সিরিজে নয়, অনেক সিরিজেই এমন (ভুল আম্পায়ারিং) হয়েছে।’

বিজ্ঞাপন

টপ নিউজ বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর