দিনের প্রথম তিন ওভারের ভেতরেই মুশফিক-লিটনের বিদায়
৪ এপ্রিল ২০২২ ১৪:১৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২২ ১৪:৪৮
১১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তর কাঁধে ভর দিয়ে বাংলাদেশ লড়াইয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু পঞ্চম দিনের প্রথম ওভারেই কেশভ মহারাজের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলেন মুশফিক। আর বাংলাদেশ ১২ রানেই হারাল চতুর্থ উইকেট। এরপরই ফেরেন লিটন দাসও।
ইনিংসের ৭ম ওভার আর ৫ম দিনের প্রথম ওভার। কেশভ মহারাজের প্রথম বলটি মিড অনে ড্রাইভ করে এক রান নিয়ে মুশফিককে স্ট্রাইক দিলেন শান্ত। পরের তিন বল দেখেশুনেই ডিফেন্স করলেন মুশি কিন্তু পঞ্চম বলটিতে এসেই খেই হারালেন তিনি।
পঞ্চম বলটিও ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন পুরোপুরি। বল সোজা গিয়ে লাগে মুশফিকুর রহিমের পায়ে, দক্ষিণ আফ্রিকার জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন মুশফিক। তবে রিভিউতে দেখা গেল বল ট্র্যাকিংয়ে মুশফিকের ব্যাটেই লাগেনি বল আর বলও লাগছে স্টাম্পে। থার্ড আম্পায়ারও আউট দিলেন।
মুশফিকুর রহিম ফিরলেন ৫ বলে কোনো রান না করেই। আর বাংলাদেশ ১২ রানে হারাল ৪ উইকেট। এরপর উইকেটে আসেন লিটন দাস। তবে তিনিও টিকতে পারেননি বেশি সময়। ৯ম ওভারের পঞ্চম বলে মহারাজের বলেই হারমারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটনও।
আউট হওয়ার আগে লীটন ৬ বলে ২ রান করেন। আর বাংলাদেশ ১৬ রানে ৫ম উইকেট হারায়।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশ ৯ ওভারে ৫ উইকেটে করে ১৬ রান। উইকেটে আছেন শান্ত ৮ এবং ইয়াসির ০ রানে। বাংলাদেশ পিছিয়ে আছে ২৫৮ রানে।
সারাবাংলা/এসএস