নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার আহ্বান সাকিবের
৩ এপ্রিল ২০২২ ২০:০৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ২০:১২
দ্বি-পাক্ষিক সিরিজগুলোতে সাধারণত মাঠের দুই আম্পায়ারই থাকত নিরপেক্ষ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিরপেক্ষ আম্পায়ার থাকত একজন। কিন্তু করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে এই নিয়মে আসে পরিবর্তন। ‘হোম’ আম্পায়ারদের দিয়েই সিরিজ চালিয়ে নিচ্ছিল আইসিসি। করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ফলে নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর আহ্বান জানালেন সাকিব আল হাসান।
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ দল। পারিবারিক কারণে এই ম্যাচে খেলছেন না সাকিব। তবে না খেললেও ডারবানে সাকিবের নজর যে ঠিকই আছে সেটা বুঝা গেল। ডারবান টেস্টে আম্পায়ারের বেশ কিছু ক্লোজ সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে। এর মধ্যেই টুইটারে নিরপেক্ষ আম্পায়ারের দাবি তুললেন সাকিব।
বাংলাদেশের সেটা ক্রিকেটার নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে সাকিব লিখেছেন, ‘আমার মনে হয় আইসিসির এবার নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার সময় এসেছে। কারণ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কোভিড পরিস্থিতি এখন স্বাভাবিক।’
হ্যাশট্যাগে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ টেস্ট বুঝিয়েছেন সাকিব। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজে আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টির বিষয়টি বুঝিয়েছেন তারকা অলরাউন্ডার।
চলমান ডারবান টেস্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও মরিস ইরাসমাস। টেস্টের আজ তৃতীয় দিনের খেলা চলছে। এর মধ্যেই দুজনের সাতটি সিদ্ধান্ত রিভিউয়ে পরিবর্তন হয়েছে।
বিপরীতে ব্যর্থ হয়েছে দুই দলের ১০টি রিভিউ, যার মধ্যে ৪টি আম্পায়ার্স কল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের প্রথম তিন উইকেটের দুটিই রিভিউতে আদায় করে নিতে হয় বাংলাদেশকে।