Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭৪ লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২২ ১৬:২৮

ডারবান টেস্টে জয়ের আশা ধরে রাখার জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সের আশা ছিল প্রথম সেশনেই তিন/চারটি উইকেট তুলে নেওয়া। তবে সিডন্সের আশা পূরণ হয়নি। বাংলাদেশ একটি উইকেট তুলে নিলেও দক্ষিণ আফ্রিকা তুলেছে ৯৯ রান। এলগারের ফিফটির পাশাপাশি দক্ষিণ আফ্রিকা লিড নিয়েছে ১৭৪ রানে।

তৃতীয় দিনে ৬ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর চতুর্থ দিনে এসে দুই ওপেনার প্রতিরোধ গড়ে রানের চাকা রেখেছিল সচল। জুটির ফিফটির দিকেই এগোচ্ছিলেন তারা। অবশেষে বাংলাদেশ দলে স্বস্তি এনে দিলেন এবাদত হোসেন। সারেল আরউইকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন এবাদত।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৯৮ রানে অলআউট হলে ৬৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। আর তৃতীয় দিনে ৬ রান তুলতেই আলো স্বল্পতায় খেলা শেষ করতে হয়। তবে পরের দিনে এসে দৃঢ় হাতে বাংলাদেশের বোলারদের সামলাচ্ছিলেন ডিন এলগার এবং সারেল আরউই।

খালেদ আহমেদ, মেহেদি হাসান মিরাজ আর এবাদতকে বেশ ভালোই সামলাচ্ছিলেন এই দুই ওপেনার। তবে ইনিংসের ১৯তম ওভারে এসে এবাদতকে আর সামাল দিতে পারেননি আরউই। এবাদতের বল খেলতে গিয়ে পরাস্ত হন আরউই, সঙ্গে সঙ্গে জোরাল আবেদন করে বাংলাদেশ দল। কিন্তু আম্পায়ার নটআউট দিয়ে তার সিদ্ধান্তে অনড় থাকে। এতেই রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউতে দেখা মেলে বল ঠিকই আরউইয়ের পায়ে লেগেছে এবং ব্যাটেও লাগেনি কোনো স্পর্শ। বাধ্য হয়ে আম্পায়ারকে পরিবর্তন করতে হয় তার সিদ্ধান্ত। ৪৮ রানে প্রোটিয়াদের প্রথম উইকেটের পতন ঘটে। আরউই ফেরেন ৫১ বলে ৮ রান করে।

এরপর কেগান পিটারসেনকে সঙ্গে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন অধিনায়ক ডিন এলগার। এর মধ্যে এলগার তুলে নেন ফিফটি। এর আগে প্রথম ইনিংসেও ফিফটি করেছিলেন প্রোটিয়া অধিনায়ক। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৯২ বলে ৬২ রান করেন এলগার। আর পিটারসেন ৫৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে প্রথম সেশনে বাংলাদেশ মজেছিল সুযোগ হাতছাড়ার মহড়ায়। রিভিউ না নেওয়ায় হাতছাড়া হয়ে গেল কিগান পিটারসেনকে ফেরানোর সুযোগ। এলবিডব্লিউ হয়ে ফিরে যেতেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

সৈয়দ খালেদ আহমেদের চমৎকার এক ডেলিভারি ডিফেন্স করার চেষ্টায় সফল হননি পিটারসেন। সুইং করে ভেতরে ঢুকে তার ব‍্যাটের কানা এড়িয়ে লাগে প‍্যাডে। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেননি মুমিনুল হক। এ নিয়ে তেমন কোনো কথাও হয়নি সফরকারীদের মধ‍্যে। পরে দেখা গেছে ইম্প‍্যাক্ট ছিল অফ স্টাম্পের ভেতরে। বল লাগতো মিডল স্টাম্পে। সে সময় ১৪ রানে ছিলেন পিটারসেন।

ব্যক্তিগত ৩৪ রানে ফিরতে পারতেন এলগারও কিন্তু স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত ফেলে দেন তার ক্যাচ। এতেই বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ১২১ ওভার; ৩৬৭/১০; (এলগার ৬৭, আরউই ৪১, পিটারসেন ১৯, বাভুমা ৯৩, রিকেল্টন ২১, ভেরেইনা ২৮, মালদার ০, কেশভ ১৯, হারমার ৩৮*, উইলিয়ামস ১২, অলিভিয়ের ১২); (তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, খালেদ ২৫-৩-৯২-৪, মিরাজ ৪০-৮-৯৪-৩, মুমিনুল ৪-০-১৭-০)।

বাংলাদেশ: ৮৭ ওভার; ২০৫/৬; (জয় ১৩৭, সাদমান ৯, শান্ত ৩৮, মুমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ১, লিটন ৪১, ইয়াসির ২২, মিরাজ ২৯, খালেদ -, এবাদত ০*); (অলিভিয়ের ১৫-৫-৩৬-১, উইলিয়ামস ১৮.৫-৩-৫৪-১, হারমার ৪০-১২-১০৩-৪, কেশভ মহারাজ ৩৭-১৫-৬৫-০, এলগার ১-০-৮-০, মালদার ৪-১-২৩-১)।

দ্বিতীয় ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ৩৩ ওভার, ১০৫/১, (আরউই ৮, এলগার ৬২, পিটারসেন ২১); (খালেদ ৯-০-২৫-০, মিরাজ ১৫-৩-৩৯-০, শান্ত ১-০-৩-০, এবাদত ৬-১-২৩-১, মুমিনুল ১-১-০-০, তাসকিন ১-০-১-০)

টস: বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর