Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলির রেকর্ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২২ ১৪:০৮

রোববার ক্রাইস্টচার্চে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮ বলে ১৭০ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন অ্যালিসা হিলি। তার বিশ্বরেকর্ড গড়া ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। হিলির এই ইনিংসটি ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ারই একজনের। ২০০৭ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান। হিলির দুর্দান্ত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে ৭১ রানে হারিয়ে ৭ম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

মেয়েদের ক্রিকেটে যেকোনো টুর্নামেন্টেই এত বড় ইনিংস আর নেই। বছর দুয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও হিলি ছিলেন একই মহিমায়। সেবার ৩৯ বলে করেছিলেন ৭৫ রান। বুধবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে করেন ১২৯ রান। হিলির এই অবিস্মরণীয় ইনিংস দেখতে গ্যালারিতে ছিলেন তার জীবনসঙ্গী অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক।

এদিন হিলি শুরুতে সময় নিয়েছেন। ৬ চারে ৬২ বলে ফিফটিতে যান তিনি। এরপর ডানা মেলে উড়া চলা শুরু তার। ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে তার লেগেছে ৩৮ বল। সেঞ্চুরি থেকে দেড়শোতে যেতে লাগলে আরও কম ২৯ বল। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৭০ রান করতে তিনি মেরেছেন ২৬ চার। হিলির দিনে রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়ারও। উদ্বোধনী জুটিতে র‍্যাচেল হেইন্সের সঙ্গে এসেছে ১৬০ রান। ৩৫৬ রান করে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহও গড়েছে অজিরা।

৩৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ড্যানি ওয়াটের উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ১২ রানের মাথায় ওয়াট ফেরেন মাত্র ৪ রান করে। এরপর আরেক ওপেনার টামি বাউমন্ট ফেরেন দলীয় ৩৮ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। তবে উইকেটের এক প্রান্ত আকড়ে ধরেন ন্যাট স্কাইভার।

চারে ব্যাট করতে নেমে ন্যাট ১২১ বলে ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন শেষ পর্যন। তবে বাকিদের আসা যাওয়ার মিছিলে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ন্যাটের ইনিংস এখন তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে অ্যালিসা হিলি ১৭০ রানের ইনিংসটাই এখন শীর্ষে। আর দুইয়ে আছে পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অ্যাডাম গিলক্রিস্টের ১৪৯ রানের ইনিংসটি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ২৮৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। আর তাতেই ৭১ রানের জয় নিশ্চিত হয় অজিদের। এতেই ৭ম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অজিরা। এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অ্যালানা কিং এবং জেস জোনাসেন, দুটি উইকেট নেন মেগান স্কুত আর একটি করে উইকেট নেন তাহিলা ম্যাকগ্রা এবং অ্যাশলে গার্ডনার।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড অ্যালিসা হিলি নারী ওয়ানডে বিশ্বকাপ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর