জয়-লিটনের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ
২ এপ্রিল ২০২২ ১৬:৪০ | আপডেট: ২ এপ্রিল ২০২২ ১৭:১৯
আলগা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের সংগ্রহ গড়তে দেওয়ার পর ব্যাটিংটাও ভালো হচ্ছিল না বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় একপ্রান্ত আকড়ে থাকলেও অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের কাল ৯৪ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছিল। নাইটওয়াচম্যান তাসকিন আহমেদ আজ সকাল সকাল ফিরে গেলে বাংলাদেশের স্কোর ছিল ১০১/৫। সেখান থেকে সফরকারীদের টানছেন তরুণ মাহমুদুল হাসান জয় ও লিটন কুমার দাস।
ডারবান টেস্টে একশ পেরুতেই বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে ফেললে মনে হচ্ছিল বড় লিডের চাপাতেই বুঝি পড়তে যাচ্ছে মুমিনুল হক সৌরভের দল। মাহমুদুল হাসান জয় ও লিটন দাস সেই শঙ্কা কাটিয়ে তুলছেন ধীরে ধীরে।
গতকাল থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন নতুন মাহমুদুল হাসান জয়। আর লিটন দাস ফর্মেই ছিলেন। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন এগিয়ে চলেছেন দারুণভাবে। লিটন অবশ্য উইকেটে এসেই ক্যাচ দিয়েছিলেন। ডিন এলগার ক্যাচ না ছাড়লে লিটন অধ্যায় শেষ হতে পারত সেখানেই। জীবন পাওয়া লিটন এরপর আর সুযোগ দেননি প্রতিপক্ষের বোলারদের।
পাঁচ উইকেটে ১৮৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তার আগে ষষ্ঠ উইকেট জুটিতে ১৬৯ বল খেলে ৮২ রান তুলেছেন জয় ও লিটন। জয় এখন পর্যন্ত ২৩০ বল খেলে ৮টি চার ও ১টি করে ৮০ রানে অপরাজিত। লিটন ৯০ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪১ রানে অপরাজিত।
উল্লেখ্য এর আগে প্রথমে ব্যাটিং করে ৩৬৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা।