Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দিনে বোলিংয়ের পর ব্যাটিংয়েও হতাশা

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২২ ২১:১৭

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত হয়েছিল পেসার খালেদ আহমেদের হাত ধরে। তবে এরপর বাকি দিনটা কেবলই প্রোটিয়াময়। ২৪৫ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত থামে ৩৬৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে সাইমন হারমারের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৯৮ রান তুলে দীর্ঘদিনের ইতি টানে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাদমান ইসলামকে হারালে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল হাসান জয় ৫০ রানের জুটি গড়েছেন। তবে এরপরেই হারমারের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

উদ্বোধনী জুটিটা বেশ ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার।কিন্তু বিপত্তি ঘটে ১১তম ওভারে এসে। হারমারের বলে পরাস্ত হয়ে সাদমান ফিরলেন বোল্ড হয়ে। আর তাতেই মাত্র ২৫ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি থামল।

প্রোটিয়াদের বেশ ভালোই জবাব দিচ্ছিলেন দুই টাইগার ওপেনার। দেখেশুনেই মোকাবিলা করছিলেন বল। টেস্ট মেজাজে রানের চাকাও ঘুরছিল সেভাবেই। কিন্তু বিপত্তি ঘটে গেল ১১তম ওভারে এসে। সাইমন হারমারের বলটি খেলতে গিয়ে কিছুটা হয়তো মনোযোগ হারিয়ে ফেলেন সাদমান ইসলাম। গুড লেংথের বলটি ব্যাকফুটে খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন টাইগার ওপেনার। এতেই বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ২৫ রানে বাংলাদেশ হারাল প্রথম উইকেট। আউট হওয়ার আগে ৩৩ বলে একটি বাউন্ডারিতে ৯ রান করেন সাদমান।

সাদমান ফিরলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। জয়ের সঙ্গে জুটি গড়েন তিনি। দলের রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ইনিংসের ১৬তম ওভারে দলীয় ফিফটি পূর্ণ হয়। এরপর ধীরে সুস্থেই ব্যাট চালাচ্ছিলেন এই দুই ব্যাটার। আর ৩৬তম ওভারে এসে পূর্ণ হয় জয়-শান্ত জুটির ফিফটি।

বিজ্ঞাপন

পরের ওভারে বল হাতে এসে হারমারের বলে বোল্ড হয়ে ফিরেছেন শান্ত। আউট হওয়ার আগে ৮৭ বলে দুটি চার ও ছক্কায় ৩৮ রানে ফিরেছেন তিনি। প্রোটিয়াদের হয়ে দুটি উইকেটই নিয়েছেন ৭ বছর পর টেস্ট খেলতে নামা সাইমন হারমার।

এরপর খুব বেশি সময় উইকেটে টিকতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। মাত্র ৮ বল খেলে রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি। আর অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৯ বলে ৭ রান করে ওই হারমারের শিকার হয়েই ফিরেছেন।

শেষ পর্যন্ত মাহমুদুল হাসান জয় ১৩৫ বলে ৪৪ আর তাসকিন আহমেদ ৬ বলে শূন্য রানে অপরাজিত আছেন। সাইমন হারমার একাই তুলে নিয়েছেন চারটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

দক্ষিণ আফ্রিকা: ১২১ ওভার; ৩৬৭/১০; (এলগার ৬৭, আরউই ৪১, পিটারসেন ১৯, বাভুমা ৯৩, রিকেল্টন ২১, ভেরেইনা ২৮, মালদার ০, কেশভ ১৯, হারমার ৩৮*, উইলিয়ামস ১২, অলিভিয়ের ১২); (তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, খালেদ ২৫-৩-৯২-৪, মিরাজ ৪০-৮-৯৪-৩, মুমিনুল ৪-০-১৭-০)।

বাংলাদেশ: ৪৯ ওভার; ৯৮/৪; (জয় ৪৪*, সাদমান ৯, শান্ত ৩৮, মুমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ০*); (অলিভিয়ের ৪-১-৯-০, উইলিয়ামস ৫-০-১৫-০, হারমার ২০-৭-৪২-৪, কেশভ মহারাজ ১৯-৯-২৪-০, এলগার ১-০-৮-০)।

টস: বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দ্বিতীয় দিন প্রথম টেস্ট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর