যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, খেলবেন না দ্বিতীয় টেস্টও
স্পোর্টস করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ১৯:২৯ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ২৩:৪২
১ এপ্রিল ২০২২ ১৯:২৯ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ২৩:৪২
পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। আর সে কারণেই খেলতে পারেননি টেস্ট সিরিজের প্রথম ম্যাচটই। সে সময় শোনা গিয়েছিল সবঠিক থাকলে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবেন সাকিব। তবে এবার জানা গেল শুক্রবার (১ এপ্রিল) রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব তাই খেলবেন না দ্বিতীয় টেস্টও।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে এই তথ্য জানিয়েছেন।
মা, শাশুড়ি ও সন্তান মিলিয়ে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় প্রোটিয়াদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশে ফিরে আসেন সাকিব। ফলে দুই দলের চলমান প্রথম টেস্টে খেলছেন না তিনি।
সারাবাংলা/এসএস