চা-বিরতির আগে সাদমানের বিদায়
১ এপ্রিল ২০২২ ১৯:০২ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ২০:৩০
দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার।কিন্তু বিপত্তি ঘটল ১১তম ওভারে এসে। হারমারের বলে পরাস্ত হয়ে সাদমান ফিরলেন বোল্ড হয়ে। আর তাতেই মাত্র ২৫ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি থামল।
প্রোটিয়াদের বেশ ভালোই জবাব দিচ্ছিলেন দুই টাইগার ওপেনার। দেখেশুনেই মোকাবিলা করছিলেন বল। টেস্ট মেজাজে রানের চাকাও ঘুরছিল সেভাবেই। কিন্তু বিপত্তি ঘটে গেল ১১তম ওভারে এসে। সাইমন হারমারের বলটি খেলতে গিয়ে কিছুটা হয়তো মনোযোগ হারিয়ে ফেলেন সাদমান ইসলাম। গুড লেংথের বলটি ব্যাকফুটে খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন টাইগার ওপেনার। এতেই বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ২৫ রানে বাংলাদেশ হারাল প্রথম উইকেট।
আউট হওয়ার আগে ৩৩ বলে একটি বাউন্ডারিতে ৯ রান করেন সাদমান। আর উইকেটের ওপর প্রান্তে ৩০ বলে ১৬ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা: ১২১ ওভার; ৩৬৭/১০; (এলগার ৬৭, আরউই ৪১, পিটারসেন ১৯, বাভুমা ৯৩, রিকেল্টন ২১, ভেরেইনা ২৮, মালদার ০, কেশভ ১৯, হারমার ৩৮*, উইলিয়ামস ১২, অলিভিয়ের ১২); (তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, খালেদ ২৫-৩-৯২-৪, মিরাজ ৪০-৮-৯৪-৩, মুমিনুল ৪-০-১৭-০)।
বাংলাদেশ: ১০.৩ ওভার; ২৫/১; (জয় ১৬*, সাদমান ৯); (অলিভিয়ের ৪-১-৯-০, উইলিয়ামস ৫-০-১৫-০, হারমার ১.৩-০-১-১)।
টস: বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস