মুক্তি পেল বিশ্বকাপের থিম সং ‘বেটার টুগেদার’
১ এপ্রিল ২০২২ ১৬:৪৫ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ১৯:৩০
কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি ২৩৪ দিন। শুক্রবার (১ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ড্র’র অনুষ্ঠান। এর আগেই এবারের বিশ্বকাপের থিম সং “হায়া হায়া (বেটার টুগেদার)” মুক্তি দিয়েছে ফিফা।
এবারের বিশ্বকাপের থিম সংয়ের গায়ক নাইজেরিয়ার তারকা সংগীতশিল্পী ডাভিদো। গানের নাম দেওয়া হয়েছে “হায়া হায়া (বেটার টুগেদার)”
নাইজেরিয়ান এই তারকার সঙ্গে আরও আছেন যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কারদোনা এবং কাতারের তারকা আয়শা।
ডাভিডো, ত্রিনিদাদ এবং আয়শাকে কেন এবারের বিশ্বকাপের থিম সংয়ের জন্য মনোনীত করেছে ফিফা তার পক্ষে যুক্তিও দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে ফিফা জানায়, ‘আমাদের লক্ষ্য ফুটবল এবং সংগীতের মাধ্যমে গোটা বিশ্বের সমর্থকদের সঙ্গে যুক্ত হওয়া। এবং এই গানের মধ্যমেই গোটা বিশ্বের মানুষ একত্র হবে বলেই আমরা মনে করছি।’
সারাবাংলা/এসএস