Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমজমাট লড়াইয়ের দিনে খানিক এগিয়ে দক্ষিণ আফ্রিকা


৩১ মার্চ ২০২২ ২২:৪৮ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ২৩:০৪

প্রথম সেশনে সুবিধা করতে না পারলেও চা বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের বোলাররা। দিনের দ্বিতীয় সেশনের পুরোটাতেই ছিল বাংলাদেশের দাপট। তবে তৃতীয় সেশনে আবারও ঘুরে দাঁড়ালও দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে ডারবান টেস্টের প্রথম দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকায় খানিক এগিয়ে।

সাইটস্কিন-বিভ্রাটে দিনের খেলা শুরু হয়েছিল ৩৫ মিনিট পর। শেষ বিকেলেও ২০ মিনিট মতো গেলো আলোকস্বল্পতার পেটে। প্রথম দিনের খেলা হয়েছে ৭৬.৫ ওভারে। তাতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ। সৌরভের সিদ্ধান্তটা সৌরভ ছড়ায়নি। দিনের প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের তেমন কোনও সুযোগই দেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ও সারেল এরউইয়ে। ২৫ ওভারের প্রথম সেশনে বিনা উইকেটে ৯৫ রান তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। এতে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদদের আলগা বোলিংও অবশ্য দায়ী।

প্রথম সেশনের শেষ সময়ে এরউইয়ের ব্যাট ছোঁয়া বল উইকেটের পেছনে গ্লাভসে জমাতে পারেননি লিটন দাস। তবে এসব আক্ষেপ ঘুচেছে দ্বিতীয় সেশনের শুরুতেই। খালেদ আহমেদের বাড়তি বাউন্স ধরতে না পেরে লিটনের গ্লাভসে ক্যাচ দেন এলগার। ফেরার আগে ১০১ বলে ৬৭ রান করেছেন ১১টি চারের সাহায্যে।

ছয় বলের ব্যবধানে মিরাজের অফ স্পিন উইকেটে টেনে এনে বোল্ড এরউইয়ে। খানিক বাদে পয়েন্ট থেকে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ফিল্ডিংয়ের বলি হয়ে কিগান পিটারসেন ফেরেন ১৯ রান করে। মাত্র ৩৩ রানে ৩ উইকেট তুলে নেওয়া বাংলাদেশ তখন প্রথম সেশনের হতাশা ভুলেই গিয়েছিল। হঠাৎ ঘুরে দাঁড়ানোর পর প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকাকে কোনঠাসা করার। কিন্তু প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা রায়ান রিকেলটনকে নিয়ে দুর্দান্ত এক প্রতিরোধ গড়ে সেটা হতে দেননি।

বিজ্ঞাপন

ইবাদত হোসেন অবশ্য রায়ান রিকেলটনকে বেশিদূর এগুতে দেননি। চা বিরতির পর পরই দারুণ ইবাদতের  বাড়তি বাউন্স ডেলিভারিতে পুল করতে গেলেন রিকেলটন। টেস্টে ওই লাইনের বলে শট খেলা বাড়তি সাহসেরই বিষয় বটে! ঠিকভাবে খেলতে পারেননি তরুণ ব্যাটার। বল মিড উইকেটে উঠে গেলে সহজ ক্যাচ নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

এরপর তাসকিন-খালেদকেও বেশ ছন্দময় মনে হলো। বাভুমা ও ছয়ে নামা কাইল ভেরেইনা একাধিকবার বল হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু বলের নিচে ফিল্ডার না থাকায় বেঁচে গেছেন। আলোকস্বল্পতা তাসকিনদের ছন্দটা ব্যাঘাত ঘটিয়ে আগেভাগেই দিনের খেলা শেষ করে দিয়েছে।

দিন শেষে ১১৯ বলে ৫৩ রান করে অপরাজিত বাভুমা। এ নিয়ে নয় ইনিংস পর টেস্টে হাফ সেঞ্চুরি পেরুলেন বাভুমা। ভেরেইনা ২৭ রানে দিন শেষ করেছেন।

বাংলাদেশের হয়ে মিরাজ, খালেদ ও ইবাদত একটি করে উইকেট নিয়েছেন। বাকিটি রান আউট।

ইবাদত হোসেন টপ নিউজ তাসকিন আহমেদ বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর