Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে খেলা শুরুতে আধা ঘণ্টা দেরি

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২২ ১৫:২০ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৬:৩০

ডারবানে স্থানীয় সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। সে অনুযায়ী টসও হয় আর বাংলাদেশ টস জিতে ফিল্ডিংও করতে নামে নির্ধারিত সময়ে। কিন্তু নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি খেলা।

মাঠেই কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে খেলোয়াড়রা আবারও ফিরে যায় ড্রেসিংরুমে। পরবর্তীতে জানা যায় সাইটস্ক্রিনের সামনে বোর্ডে স্পনসরের নাম আছে, প্রতি ওভার শেষে এই নাম স্বয়ংক্রিয়ভাবে সরে যাওয়ার কথা। কিন্তু ‘সাইটস্ক্রিনের ইলেকট্রনিক সিস্টেমে কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় খেলা শুরু হতে দেরি হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে সাইটস্ক্রিনটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আর আধা ঘণ্টা পরে এসে ম্যাচটি মাঠে গড়ায়।

ক্রিকইনফোর দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ফিরদৌস মন্ডা এ নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন, ‘কিংসমিড, এটাও সম্ভব! টেস্ট ক্রিকেটের প্রস্তুতির জন্য তিন বছর সময় পেয়েও খেলা শুরু হতে ১০ মিনিট দেরি হলো সাইটস্ক্রিনের সমস্যার জন্য। এমন চলতে থাকলে খেলা না আবার আলোকস্বল্পতার জন্য বন্ধ হয়ে যায়!’

এই রিপোর্ট লেখা অবধি, দক্ষিণ আফ্রিকা ১০ ওভারে বিনা উইকেটে তুলেছে ৪১ রান। উইকেটে আছেন, ডিন এলগার ৩২ এবং সারেল আরউই ৮ রানে।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর