দ. আফ্রিকার ‘অস্ত্রো’ সামলাতে প্রস্তুত বাংলাদেশ
৩১ মার্চ ২০২২ ০১:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ০২:৪৩
টেস্ট ক্রিকেটে গতিময় পিচে টানা শর্ট বল ব্যাটারদের জন্য বড্ডই অস্বস্তির। মন্থর পিচে খেলে বেড়ে ওঠা দক্ষিণ এশিয়ান ব্যাটারদের জন্য সেটা আরও চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের মাঠে গতিময় পিচে এই অস্ত্রে বার বারই ঘায়েল করেছে বাংলাদেশকে। এবারও নিশ্চয় এই অস্ত্রো কাজে লাগাতে চাইবেন স্বাগতিকরা। মুমিনুল হক বললেন, এবার প্রস্তুতই আছে বাংলাদেশ।
আইপিএলে সুযোগ পাওয়া দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা খেলছেন না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডিদের মতো দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে নিয়মিত যারা তাদের কেউই প্রায় থাকছেন না। তবে তাদের জায়গায় যারা আসবেন তাদেরও গতির ঝড় তোলার সামর্থ বেশ ভালোই আছে। নিজেদের চেনা কন্ডিশনও সহায়তা করবে প্রোটিয়াদের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বললেন অবশ্য, সেসবের জন্য প্রস্তুত আছে তার দল।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। তার আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল হক বললেন, ’শর্ট বল নিয়ে আমরা যথেষ্ট অনুশীলন করেছি। যারা টেস্ট খেলছে, তারা সবাই জানে, নির্দিষ্ট একটা সময় আসে, যখন পেস বোলাররা কিছু করতে পারে না, তখন তারা হয়তো শর্ট বলে আক্রমণ করতে থাকে। ওই সময়টা বেশি লম্বা সময় থাকে না। হয়তো ৫-৬-৭ বা সর্বোচ্চ ১০ ওভার হয়। ওই সময়ের চাপে কীভাবে ধরে রাখতে হয়, কীভাবে মানিয়ে নিতে হয়, সেটাই গুরুত্বপূর্ণ।’
কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ তাতে বড় ভূমিকা ছিল পেসারদের। তাসকিন আহমেদের সঙ্গে দুর্দান্ত বোলিং করেছেন তরুণ শরিফুল ইসলামও। এদিকে নিউজিল্যান্ড সফরসহ সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে আছেন অপর পেসার ইবাদত হোসেন।
রাত পোহালে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও পেসারদের দিকে তাকিয়ে থাকছেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ডারবানে না দক্ষিণ আফ্রিকার উইকেট সবসময়ই পেসবান্ধব। পেসাররাই বেশি সুবিধা পাবে। তবে যেমন উইকেটই বলি, একটা প্রসেসে বল করা, সঠিক জায়গায় বল করে ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করা সেটা বেশি গুরুত্বপূর্ণ। পেস বান্ধব উইকেট মানে এই না যে রান হবে না। পেস উইকেট মানে এই না যে গেলাম আর আউট হয়ে গেলাম। নিউজিল্যান্ড সিরিজে যদি দেখেন ওই খানেও রান হয়েছে, কিন্তু পেস বোলাররা সুবিধা বেশি পায় বা উইকেট বেশি পাবে। তো আমার ধারনা যে পেস বোলাররা উইকেট বেশি পাবে।’