Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকবর ঝড়ে মোহামেডানের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বড় জয়


৩০ মার্চ ২০২২ ২৩:৪২ | আপডেট: ৩০ মার্চ ২০২২ ২৩:৪৪

ব্যাটে ছন্দ বুঝি খুঁজে পেলেন আকবর আলী। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে পাচ্ছিলেন না। গত কয়েকটা ম্যাচে অবশ্য নিয়মিত রান পেলেন তরুণ ক্রিকেটার। বিকেএসপিতে আজ মাত্র ৪৫ বলে ৮৯ রান করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আকবর ঝড়ে মোহামেডান স্পের্টিং ক্লাবের বিপক্ষে ৭২ রানের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তারুণ্যনির্ভর দল গড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্য দিকে বিগ বাজেটের মোহামেডানে তারকার ছড়াছড়ি। আকবরের ব্যাটে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সুবিধা করতে পারল না মোহামেডান।

বিজ্ঞাপন

বুধবার (৩০ মার্চ) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু থেকেই ছন্দময় ব্যাটিং করে রানের পাহাড় গড়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনার মেহেদি মারুফ (৬) বেশিদূর এগুতে না পারলেও ফিফটি পেয়েছেন পরের তিন ব্যাটার মাহমুদুল হাসান (৫৯), ফরহাদ হোসেন (৬২) ও আকবার-উর রাহমান (৫৪)।

শক্ত ভিত্তি পাওয়ার পরে ছয় নম্বরে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন আকবর। ২০ বছর বয়সী তরুণ আগের দুই ইনিংসে করেছিলেন ৪২ ও ৬১। আজ ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলে ৪৫ বলে করেছেন ৮৯। ৫টি চারের বিপরীতে ছক্কা মেরেছেন ৬টি। এই ছয় ছক্কার পাঁচটিই মেরেছেন মোহাম্মদ হাফিজ ও মাহমুদউল্লাহ রিয়াদের অফস্পিনের বিপক্ষে।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৫ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরে জবাব দিতে নেমে মোহামেডানের হয়ে আজও রান পেয়েছেন রনি তালুকদার। ওপেনিংয়ে নেমে মাত্র ৬৩ বল খেলে ১০ চার ২ ছয়ে ৮২ রান করেন তিনি। মিডল অর্ডারে নেমে আরিফুল ইসলামও ৫০ বলে করেছেন ৫৯ রান। তবে বড় রান তাড়া করতে হলে বাকিদের যে সহযোগিতা প্রয়োজন সেটা মিলেনি।

বিজ্ঞাপন

৪৪.১ ওভারে ২৭৪ রানে গুটিয়ে যায় মোহামেডান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১ রান খরচায় তিন উইকেট নিয়েছেন আল-আমিন। দুটি করে উইকেট নিয়েছেন আকবার-উর রহমান, কাজী অনিক ও হাসান হাবিব।

এদিকে দিনে লিগের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১ রানে জিতেছে প্রাইম ব্যাংক। আগে ব্যাটিং করে ২৭৩ রান তোলে প্রাইম ব্যাংক। পরে ২৭২ রানে থেমেছে ব্রাদার্সের ইনিংস। অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৩৪ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাটিং করে ৩৩৩ রান তুলেছিল আবাহনী। পরে ২৯৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ডিপিএল

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর