টাইব্রেকারে মিশরকে হারিয়ে বিশ্বকাপে সেনেগাল
৩০ মার্চ ২০২২ ০২:০৩ | আপডেট: ৩০ মার্চ ২০২২ ১০:৫৭
ক্লাবে একে অপরকে সর্বত্র সাহায্য করা সাদিও মানে আর মোহাম্মদ সালাহ জাতীয় দলে একে অপরের শত্রু বনে গেল। দুইজনের একজন কাতারে নিজ দেশের পতাকা উড়াবেন। এমনটাই ছিল সমীকরণ। সেনেগাল ও মিশরের মধ্যকার প্রথম লেগে মোহাম্মদ সালাহরা জিতেছিল ১-০ ব্যবধানে। সেনেগালের মাঠে ফিরতি লেগে ড্র করলেই কাতার বিশ্বকাপের টিকিট পেত মিশর। কিন্তু এখানে ১-০ ব্যবধানে হেরে বসে সালাহরা। আর ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে নায়ক বনে গেলেন সাদিও মানে আর খলনায়ক সালাহ। টাইব্রেকারে মিশরের হয়ে প্রথম পেনাল্টি মিস করেন সালাহ আর মানে সেনেগালের হয়ে পঞ্চম পেনাল্টিতে বল জালে জড়িয়ে উদোম উল্লাসে মাতান সেনেগালকে। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে মিশরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে সেনেগাল।
টাইব্রেকারে প্রথম শট নিতে আসেন সেনেগালের কালিদৌ কুলিবালি, তার শট গোলবারে লেগে ফিরে আসে। এরপর মিশরের প্রথম শট নিতে আসেন মোহাম্মদ সালাহ। দৌড়ে এসে বল উড়িয়ে মারলেন সালাহ। এরপর সেনেগালের হয়ে পেনাল্টি নিতে আসেন সালিও সিস। মিস করে বসেন তিনিও। মিশরের হয়ে দ্বিতীয় শট নিতে এসে মিস করেন জিজো। অর্থাৎ দুই দলই নিজেদের প্রথম দুটি করে শট মিস করেন। তৃতীয় শট নিতে এসে সেনেগালের হয়ে গোল করেন ইসমাইল সার, আর মিশরের হয়ে আমর আল সুলায়া। এরপর চতুর্থ শটে বল জালে জড়ান সেনেগালের আহমাদু বামবা ডিয়েং। এদিকে চতুর্থ শট মিস করলে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে মিশরের এমন অবস্থায় শট মিস করেন মোস্তফা মোহাম্মদ।
এবার সেনেগালকে বিশ্বকাপে নেওয়ার দায়িত্ব কাঁধে ওঠে সাদিও মানের। শেষ পেনাল্টিটা জালে জড়াতে পারলেই আফ্রিকান চ্যাম্পিয়নরা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। ধীর পায়ে ডি-বক্সের ভেতরে এসে বল হাতে তুলে নিয়ে স্পটে বল বসালেন। এরপর গুটি গুটি পায়ে এগিয়ে এসে জোরালো শটে বল জালে জড়িয়েই বুনো উল্লাসে সেনেগালকে মাতালেন সাদিও মানে। টাইব্রেকারে মিশরকে ৩-১ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটে সেনেগাল।
এর আগে ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় বাউলায়া দিয়ার গোলে লিড নেয় সেনেগাল। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। আর ম্যাচের ফলাফল নিশ্চিত হয় টাইব্রেকারে।
সারাবাংলা/এসএস
২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব টপ নিউজ বিশ্বকাপ বাছাইপর্ব মোহাম্মদ সালাহ সাদিও মানে