ডোনাল্ডকে মুগ্ধ করছেন তাসকিন-মোস্তাফিজরা
২৮ মার্চ ২০২২ ২২:৩৪ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ২২:৩৬
বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে প্রসংশা সর্বত্র। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ইবাদত হোসেনরা পারফর্ম করে চলেছেন নিয়মিত। পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দেশের বাইরেও ফল পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ। বাংলাদেশি পেসারদের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস কিংবদন্তি।
দেশের মাটিতে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত বাংলাদেশ ইদানিং বিদেশেও সাফল্য পাচ্ছে। নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতেছে টাইগাররা। কদিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে পেস ডিপার্টমেন্টের দুর্দান্ত পারফর্মে।
সোমবার (২৮ মার্চ) ডারবানে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে ডোনাল্ড বলছিলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের সেরা দলকে হারানোই বলে দেয়, পেসারদের মানসিকতা কেমন। এই অর্জনও যে সম্ভব, সেটা ওরা প্রমাণ করেছে। নিউজিল্যান্ডেও বাংলাদেশের পেসাররা নিজেদের প্রমাণ করেছে। খুব সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকাকেও তাদের মাটিতে হারাবে বাংলাদেশ।’
ডোনাল্ড বলেন, ‘আমি অবাক হয়েছি বাংলাদেশি পেসারদের কাছ থেকে দেখে। ওদের চেষ্টা ভালো লাগছে। ওরা খেলাটাকে কীভাবে খেলতে চায়, এটা দেখে ভালো লাগছে। আর ওরা সবাই খুবই ভালো শ্রোতা। ওরা এখানকার কন্ডিশনের সুবিধাটা ভালোভাবেই নিতে পেরেছে। ওয়ানডেতে খুব আগ্রাসী মেজাজে থেকে ভালো বোলিং করেছে। পরিকল্পনাগুলোও খুব ভালোভাবে মেনেছে।’
আইপিএলে ডাক পাওয়া দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা খেলবেন না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। বিষয়টিকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ডোনাল্ড মনে করছেন দুই ম্যাচের টেস্ট সিরিজটি বেশ হাড্ডাহাড্ডি হবে, ‘দেখুন, দক্ষিণ আফ্রিকাকে রাবাদা, নরকিয়া, এনগিডিকে ছাড়া খেলতে হবে। এটা ওদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে ওদের ব্যাকআপ সিমাররাও ভালো করবে। ডুয়াইন অলিভিয়ে পেস আক্রমণের নেতৃত্ব দেবে। ডুপাভিলন হয়তো দলে যোগ দেবে। আমার মনে হয়, টেস্ট সিরিজে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
সবকিছু ঠিক থাকলে ডারবানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩১ মার্চ। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ৮ এপ্রিল।