Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের পরেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন মেসি?

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২২ ১৭:০৬

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচটি খেলে ফেলল আর্জেন্টিনা। এই ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলের ব্যবধানে পরাস্ত করেছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসিও। আর ম্যাচ জুড়ে গ্যালারি থেকে ভেসে এসেছে ‘মেসি, মেসি, মেসি…’ গর্জন। আর ম্যাচ শেষে মাঠ জুড়ে পুরো দল নিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। আর এতেই গুঞ্জন উঠেছে কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন!

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে নিজের অনুভুতি জানাতে গিয়ে আর্জেন্টিনা অধিনায়কও দিলেন তার আন্তর্জাতিক ফুটবলের সম্ভাব্য শেষের ইঙ্গিত। তবে এখনই কিছু নিশ্চিত করেননি মেসি।

ম্যাচ শেষে ভবিষ্যত প্রসঙ্গে বলতে গিয়ে কিছুটা হলেও তেমন আভাস দিলেন গত অগাস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া মেসি।

মেসি বলেন, ‘বিশ্বকাপের পর কী করব, আমি জানি না। এরপর কী হতে পারে, তা নিয়ে ভাবছি আমি। কাতার বিশ্বকাপের পর অনেক কিছু নিয়েই আমাকে ভালোমতো ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাব কি-না, আমি জানি না। বিশ্বকাপের পর কী হবে বা কী করব, ভেবে দেখব। এই মুহূর্তে আমার ভাবনায় কেবল ইকুয়েডর ম্যাচ এবং তারপর জুন ও সেপ্টেম্বরের প্রস্তুতিমূলক ম্যাচগুলো। আশা করি, সবকিছু ভালোমতো এগিয়ে যাবে। তবে এটা নিশ্চিত, বিশ্বকাপের পর অনেক কিছু বদলে যাবে।’

গত ১২ বছরে মেসি যেসব ম্যাচে গোল করেছেন তার কোনোটিই হারেনি আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে সেই রেকর্ডটা আরও দীর্ঘ হয়েছে। প্রথমার্ধে নিকোলাস গঞ্জালেজ ভেনেজুয়েলার জালে বল পাঠানোর পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়ান অ্যাঞ্জেল ডি মারিয়া। আর শেষটা মধুর হয় রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীর গোলে।

সারাবাংলা/এসএস

অবসরের ভাবনা আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর