Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকবরের ব্যাট হাসলেও জিতেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স


২৬ মার্চ ২০২২ ০০:১৮ | আপডেট: ২৬ মার্চ ২০২২ ০০:২০

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে নায়ক বনে গিয়েছিলেন আকবর আলী। ফাইনালে দুর্দান্ত একটা ইনিংস খেলে বড় অবদানও রেখেছিলেন। তবে বয়সভিত্তিক ক্রিকেটের গণ্ডি পেরিয়ে পেশাদার ক্রিকেটে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না তরুণ ক্রিকেটার। আজ দারুণ বলার একটা ইনিংস খেলেছেন আকবর। দল গাজী গ্রুপ ক্রিকেটার্স অবশ্য জিতেনি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আজ ৪ উইকেটে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে ১৩ বল হাতে রেখে চার উইকেটের জয় নিশ্চিত করেছে শাইনপুকুর।

শুরুতে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৯৪ রানেই চার উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর ভারতের গুরিন্দার সিংকে সঙ্গে নিয়ে আকবর আলীর প্রতিরোধ। পঞ্চম উইকেটে ৮৫ রান তোলেন দুজন। শেষ দিকে জুবারুল ইসলাম মাত্র ১৭ বলে ৩২ রান করলে আড়াইশর কাছাকাছি যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আকবর ৬০ বল খেলে ৭টি চার ১টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন। গুরিন্দার ৪৯ রান করেছেন ৬৯ বল খেলে। এছাড়া ফরহাদ হোসেনের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। শাইনপুকুরের হয়ে ২৫ রানে তিন উইকেট নেন হাসান মুরাদ।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানের মাথায় ওপেনার আনিসুল ইসলামকে হারায় শাইনপুকুর। তবে দ্বিতীয় উইকেটে তাসামুল হক ও অভিষেক মিত্রা ৮৯ রান তুলে সেই ধাক্কা সামলেছেন। তাসামুল ৩৫ রান করে ফিরলে অভিষেকের সঙ্গে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় উইকেটে ৬৩ রান তোলেন দুজন। শাইনপুকুরের জয় মূলত সেখানেই নিশ্চিত হয়েছে। শেষ দিকে অল্প রানের ব্যবধানে কয়েকটি উইকেট পড়ে গেলেও অঙ্কন একপ্রান্তে আগলে রেখে জয় নিশ্চিত করেছেন।

৮৪ বলে ৯টি চার ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৬ রান করেন অভিষেক। অঙ্কন অপরাজিত ছিলেন ৫৩ রান করে। গাজী গ্রুপের পক্ষে ২ উইকেট পেয়েছেন হাসনা হাবিব মেহেদী।

এদিকে, লিগে দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাটিং করে মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। পরে ৩৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চত করেছে শেখ জামাল।

বিজ্ঞাপন

ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর