জাকিরের সেঞ্চুরিতে ফের জিতল রূপগঞ্জ
২৫ মার্চ ২০২২ ২২:১৪ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ২২:২১
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রীতিমতো রান বন্যা বইয়ে দিয়ে চলেছেন জাকির হোসেন। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে সেঞ্চুরি, অন্যটিতে হাফ সেঞ্চুরি করেছেন। আজ তৃতীয় ম্যাচে ১২৪ রানের দারুণ এক ইনিংস খেলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে জিতিয়েছেন জাকির।
জাকিরের সেঞ্চুরিতে সিটি ক্লাবের বিপক্ষে আজ ৭ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং করে জাকিরুল ইসলামের সেঞ্চুরিতে ২৬১ রান তুলেছিল সিটি ক্লাব। পরে জাকির হোসেনের সেঞ্চুরিতে ৪১.২ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ২৬২ রান তুলেছে রূপগঞ্জ।
শুক্রবার (২৫ মার্চ) সাভারের বাংলাদশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে দিনের শুরুটাই ভালো হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। প্রথমে বোলিং করতে নেমে ৪০ রানের মধ্যে সিটি ক্লাবের দুই উইকেট তুলে নেয় রূপগঞ্জ। তবে এরপর অভিজ্ঞ জাকিরুল ইসলাম দাঁড়িয়ে যান দুর্দান্তভাবে।
একপ্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করা আশিকুল আলম নাঈম দারুণ সঙ্গ দিয়েছেন জাকিরুলকে। এই দুজনের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬১ রান করেছে সিটি ক্লাব। ১১৫ বল খেলে ১৫টি চার ১টি ছয়ে ১১৪ রান করেছেন জাকিরুল। আশিকুল ৬২ বলে ৪৯ রান করেন।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আরিফুল হক।
পরে জবাব দিতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করেছেন জাকির হোসেন। দলীয় ৫৬ রানের মাথায় অপর ওপেনার মিজানুর রহমান (২৫) ফিরে গেলে তৃতীয় উইকেটে অপরাজিত বাবার সঙ্গে ১৫২ রানের জুটি গড়েন জাকির। ম্যাচের ভাগ্য নির্ধারন হয়েছে তাতেই। দলীয় ২০৮ রানের মাথায় ৯৯ বলে ১৫ চার ৩টি ছয়ে ১২৪ রান করে ফিরেছেন জাকির।
অপরাজিত বাবা ৭৫ বলে ৫টি চার ১টি ছয়ে ৬৯ রান করেছেন। ৪১.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ২৬২ রান তুলে ফেলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।