Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ খেলা হলো না ইউরো চ্যাম্পিয়ন ইতালির

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২২ ০৮:২৮ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৫:৩৯

সরাসরি বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিতে ব্যর্থ হওয়ার পর সুযোগ আসে প্লে-অফ থেকে টিকিট কাটার। তবে হতভাগা ইতালি সেটাও পারল না। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এই নিয়ে টানা দুইবার বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করতেই পারল না। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে উত্তর মেসিডোনিয়ার কাছে শেষ মুহূর্তে গোল হজম করে প্লে-অফের সেমিফাইনালে ১-০ ব্যবধানে হেরে গেছে ইউরো-২০২০ চ্যাম্পিয়নরা। আর এতেই কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না ইউরোপ চ্যাম্পিয়নদের।

বিজ্ঞাপন

১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে ব‍্যর্থ হয় ইতালি। সুইডেনের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেনি সবশেষ ২০০৬ সালে শিরোপা জেতা দলটি। এবার স্বপ্ন ভাঙল পালেরমোতে, আলেসান্দার ত্রাজকোভস্কির অসাধারণ গোলে।

ঘরের মাঠে শুরু থেকে নর্থ মেসিডোনিয়াকে ভীষণভাবে চেপে ধরে ইতালি। ‘জে’ গ্রুপে রানার্সআপ হওয়া দলকে নিজেদের অর্ধ থেকে খুব একটা বের হতে দেয়নি তারা।
বল দখল ও আক্রমণে অনেক এগিয়ে ছিল ইতালি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়ে অসংখ‍্য সুযোগ হাতছাড়া করে চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

৬৬ শতাংশ সময় বল পায়ে রেখে মোট ৩২টি শট নিয়েছে ইতালি। প্রথমার্ধেই ছিল ১৫টি। সেখানে গোল তো দূরের কথা মাত্র ৫টি রাখতে পেরেছে লক্ষ্যে। অসাধারণ রক্ষণ শৈলী উপহার দিয়ে ইতালিয়ান ফরোয়ার্ডদের আটকে রাখেন মেসিডোনিয়ার ডিফেন্ডাররা। অন্যদিকে মাত্র ৪ শটের ২টি লক্ষ্যে রেখেই গোল আদায় করে নেয় দলটি।

‘সি’ গ্রুপে রানার্সআপ হওয়া ইতালি ৩০তম মিনিটে এগিয়ে যেতে পারত নর্থ মেসিডোনিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মারাত্মক ভুলে। নিজেদের এক খেলোয়াড়কে বল বাড়াতে গিয়ে তিনি দিয়ে ফেলেন দোমেনিকো বেরার্দিকে। কিন্তু শট নিতে বেশি সময় নিয়ে ফেলেন ইতালিয়ান ফরোয়ার্ড। ততক্ষণে অনেকটাই নিজের জায়গায় চলে যান গোলরক্ষক। ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন বেরার্দির দুর্বল শট। এরপর আরও সুযোগ হাতছাড়ার খেসারত দিল ইউরো চ্যাম্পিয়নরা।

যোগ করা পাঁচ মিনিটের তখন দ্বিতীয় মিনিট চলে। ইতালি প্রস্তুতি নিচ্ছিল অতিরিক্ত সময়ের। ঠিক তখনই মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বেশ বাইরে থেকে আড়আড়ি শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ত্রাজকোভস্কি। ইতালির আশার সমাপ্তি সেখানেই।

বিজ্ঞাপন

অন‍্য ম‍্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে প্লে-অফ ফাইনালে উঠেছে পর্তুগাল। বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার নর্থ মেসিডোনিয়ার শেষ প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

সারাবাংলা/এসএস

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব ইউরো চ্যাম্পিয়ন ইতালি ইতালি বনাম উত্তর মেসিডোনিয়া টপ নিউজ বাছাইপর্ব থেকে বাদ