Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনকে ‘সেরা’ বলে আইপিএলে মোস্তাফিজ


২৪ মার্চ ২০২২ ২৩:৫৯ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ০০:০৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আনন্দ এখনও ফুরায়নি। মোস্তাফিজুর রহমানকে এর মধ্যেই ধরতে হচ্ছে ভারতের বিমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার আইপিএল খেলবেন বাংলাদেশি পেসার। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান থেকে আজই সরাসরি ভরতের বিমান ধরবেন মোস্তাফিজ। আইপিএল বরাবরই বিশ্বের সেরা সব ক্রিকেটারদের টানার চেষ্টা করে। মোস্তাফিজ এবার বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে যাচ্ছেন আইপিএল খেলতে। যাওয়ার আগে বলে গেলেন, এই মুহূর্তে তাসকিন আহমেদই বাংলাদেশের সেরা বোলার।

বিজ্ঞাপন

তাসকিনও এবার আইপিএল খেলতে পারতেন। বাংলাদেশি পেসারকে দলে পেতে চেয়েছিল নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সিরিজের কারণে আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন। আইপিএল থেকে কেন ডাক এসেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন তাসকিন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ যে অবিস্মরণীয় সিরিজ জিতল তাতে বড় অবদান এই তারকা পেসারের। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন। পাঁচ উইকেট নিয়ে সিরিজ নির্ধারনি ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন। কদিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তাসকিনের আইপিএলকে ‘না’ বলতে হলো সেই কারণেই।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আইপিএল যাত্রার আগে সেঞ্চুরিয়ানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মোস্তাফিজ। তাসকিন প্রসঙ্গ উঠলে বলেছেন, ‘আমাদের দলের খেলা আছে। আর তাসকিন এখন আমাদের সেরা বোলার। এ জন্য তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

গত অর্ধযুগ ধরে আইপিএলে প্রায় নিয়মিত হয়ে পড়া বাংলাদেশের অপর ক্রিকেটার সাকিব আল হাসান এবার দল পাননি। স্বাভাবিকভাবেই আইপিএলে তাই এবার মোস্তাফিজের দিকেই তাকিয়ে থাকবেন বাংলাদেশি ক্রিকেটভক্তরা।

‘কাটার মাস্টার’ও জানেন বিষয়টি, ‘আগে আমি আর সাকিব ভাই আইপিএল খেললে বাংলাদেশের মানুষ দুই দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে, কারণ এ বছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন। এ জন্য তিনি আইপিএলে সুযোগ পাননি।’

উল্লেখ্য সবকিছু ঠিক থাকলে ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল।

আইপিএল তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর