সাকিবের নিবেদনে দারুণ খুশি তামিম
২৪ মার্চ ২০২২ ০১:২৯ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ১২:০৯
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণার পর শুরু হয় নতুন এক নাটকীয়তা। দেশটিতে সফরের জন্য ঘোষিত দলে দেখা যায় সাকিব আল হাসানের নাম। কিন্তু এরপরেই সাকিব জানান তিনি সফরে যেতে চাননা। এরপর কম জল ঘোলা হয়নি! শেষ পর্যন্ত সাকিব সিরিজ খেলতে গেলেন। প্রথম ম্যাচে দলকে জেতালেন আর নিজে জিতলেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরষ্কার। এরপর সিরিজের মাঝপথেই জানা গেল সাকিবের তিন সন্তান অসুস্থ হয়ে চিকিৎসাধীন, সেই সঙ্গে তার মা এবং শাশুড়িও হাসপাতালে ভর্তি হয়ে নিচ্ছেন চিকিৎসা। তবুও দেশের হয়ে সিরিজ শেষ করতে মরিয়া সাকিব। আর দলের প্রতি সাকিবের এমন নিবেদনেই দারুণ খুশি টাইগার দলপতি তামিম ইকবাল।
আফ্রিকান সিংহের ডেরায় ঢুকে সিরিজ জিতে আনল বাংলার বাঘেরা। যে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে এর আগে এক ম্যাচও হারাতে পারেনি বাংলাদেশ, সেই দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা। রাবাদার করা ২৭তম ওভারের তৃতীয় বলটি যখন সাকিব কাট করে পয়েন্ট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন, গ্যালারির হাজার কয়েক বাঙালির কণ্ঠস্বরে সেঞ্চুরিয়ান তখন যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। রাত ১০টার বাংলাদেশেও তখন ঘরে-বাইরে উচ্ছ্বাস।
সিরিজ জয়ের আনন্দে আত্মহারা টাইগার দলপতি ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিবকে আলদাভাবে ধন্যবাদ জানাতে একচুল ভুল করেননি তিনি।
সাকিবকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘সাকিবের এখানে আসা এবং খেলা এটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে তার দুই সন্তান, মা এবং শাশুড়ি সবাই হাসপাতালে, এরপরও সে এখানে খেলেছে। এতেই সে তার চরিত্র বুঝিয়েছে যে সে এখানে সিরিজ জিততে চায়। আমি তাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। সে আমাদের জন্য দুর্দান্ত ছিল।’
প্রথম ওয়ানডের পরই জানা গিয়েছিল সাকিবের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে চিকিৎসাধীন। এরপর জানা গিয়েছিল দ্বিতীয় ওয়ানডে শেষেই দেশে ফিরছেন সাকিব কিন্তু পরবর্তীতে বিসিবি’র পক্ষ থেকে জানানো হলো ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরবেন সাকিব। বুধবার (২৩ মার্চ) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে টিম ম্যানেজমেন্টের বিশ্বস্ত একটি সূত্র। অন্য এক প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সারাবাংলাকে বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে (সাকিবের রাতে ফেরার বিষয়ে) সব ধরনের ব্যবস্থা করে রাখা আছে।’
এদিকে আজ দেশে ফেরাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট যে খেলা হচ্ছে না তা অনেকটা নিশ্চিত। পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটি খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে সাকিবের পরিবারের সদস্যদের সুস্থতার ওপর।
সারাবাংলা/এসএস
তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ সাকিব আল হাসান