দ. আফ্রিকায় সিরিজ জয়ে তিন কোটি টাকার পুরস্কার ঘোষণা
২৪ মার্চ ২০২২ ০১:১৬ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ১২:০৯
দক্ষিণ আফ্রিকায় এর আগে দলটির বিপক্ষে সব মিলিয়ে ১৯ ম্যাচ খেলে একটিতেও জিতেনি বাংলাদেশ। সেই দলটিকেই তাদের মাঠে পাঁচ দিনের ব্যবধানে দুবার হারিয়ে সিরিজ জিতল তামিম ইকবালের দল। এই অর্জন রীতিমতো অবিশ্বাস্য, অবিস্মরণীয়। স্মরণীয় এই অর্জনের মুহূর্তে আর্থিক পুরস্কারের ঘোষণা পেলেন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ী দলকে তিন কোটি টাকা পুরস্কার প্রদাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তাৎক্ষণিক দলের সদস্যদের তিন কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি।
তিনি বলেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’
বিসিবি সভাপতি মোবাইল ফোনের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টিভিতে বসে বাংলাদেশের জয় উপভোগ করেছেন জানালেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব (নাজমুল হাসান পাপন) পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে হেরে অবশ্য সিরিজ সমতা হয়েছিল। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের আগুনঝড়া বোলিংয়ে ১৫৪ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তাসকিন মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট নেন। পরে তামিম ইকবালের অপরাজিত ৮৭ রানের কল্যাণে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি।’