তামিমের ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ
২৩ মার্চ ২০২২ ২১:২৩ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ২২:১৪
তাসকিন আহমেদের অগ্নিঝরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং লিটন দাসের উদ্বোধনী জুটিতে অর্ধশতক ছুঁয়েছে বাংলাদেশ। আর এরপরেই ব্যক্তিগত অর্ধশতকপূর্ণ করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শুরু থেকেই রাবাদা, এনগিডিদের দেখেশুনেই খেলতে থাকেন তামিম-লিটন। নেননি বাড়তি কোনো ঝুঁকি। দেখেশুনে বাজে বল পাঠিয়েছেন বাউন্ডারিতে আর ভালো বলগুলোকে সম্মান করেই খেলেছেন তামিম-লিটন।
ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে রাবাদাকে লং অন দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলের অর্ধশতক পূর্ণ করেন তামিম ইকবাল। রাবাদার ওই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান টাইগার অধিনায়ক। আর তাতেই ১০ম ওভার থেকে বাংলাদেশ পায় ১৬ রান।
এরপর দেখে শুনেই ফিফটির দিকে এগোচ্ছিলেন তামিম। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে পূর্ণ করেন অর্ধশতক। ক্যারিয়ারে এটি তামিমের ৫২তম ফিফটি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি টাইগার অধিনায়কের তৃতীয় ফিফটি।
তামিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল জয়ের পথেই এগোচ্ছে। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান। তামিম ইকবাল ৫০ আর লিটন দাস ২৯ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভার; ১৫৪/১০; (মালান ৩৯, ডি কক ১২, ভেররেন্নে ৯, বাভুমা ২, ডুসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, কেশভ ২৮, রাবাদা ৪, এনগিডি ০, শামসি ৩*); (শরিফুল ৭-০-৩৭-১, মোস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)।
বাংলাদেশ: ১৫ ওভার; ৮১/০; (তামিম ৫০*, লিটন ২৯*); (রাবাদা ৪-০-২৭-০, এনগিডি ৪-০-২০-০, কেশভ ৪-০-১৮-০, শামসি ২-০-৭-০, প্রিটোরিয়াস ১-০-৯-০)।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস