Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরিয়ানে আগুন হয়ে জ্বলছেন তাসকিন


২৩ মার্চ ২০২২ ১৯:৩০ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ২০:১৪

‘ম্যাচ জয়ী বোলিং করতে চাই’ দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে এমন কথা বলেছিলেন তাসকিন আহমেদ। সেঞ্চুরিয়ানে বাংলাদেশ আজ জিতবে কিনা সেটা সময়ই বলে দিবে। তবে তাসকিন কিন্তু আজ স্মরণীয় বোলিংটাই করলেন। আগুন ঝড়ানো বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো নাস্তানাবুদ করেছেন বাংলাদেশের তারকা বোলার।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি শেষে ১-১ ব্যবধানে সমতা বিধায় আজ জিতলেই দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ১২৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৮ উইকেট। আট উইকেটের পাঁচটিই নিয়েছেন তাসকিন।

বিজ্ঞাপন

দশ বছর পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে কোনো বিদেশি পেসার পাঁচ উইকেট নিলেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় পাঁচ উইকেট পেয়েছিলেন শ্রীলংকার লাথিস মালিঙ্গা, ২০১২ সালে।

এখন পর্যন্ত ৮ ওভার বোলিং করে মাত্র ৩০ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়েছেন তারকা পেসার। ৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিনের এটা দ্বিতীয় পাঁচ উইকেট। এর আগে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন তাসকিন।

করোনাভাইরাসের ক্রিকেটহীন সময়টাতে নিজেকে অমুল বদলে ফেলা তাসকিন এখন অন্য এক বোলার। প্রকৃতিপ্রদত্ত অসম্ভব প্রতিভার পরও খামখেয়ালি আচরণে নিজেকে যেন হারিয়ে ফেলতে বসেছিলেন। দলের বাইরে ছিলেন দীর্ঘদিন। সেই তাসকিন কঠোর পরিশ্রমে আবারও ফিরে এসেছেন দুর্দান্ত ভাবে।

বলে গতি ছিল ক্যারিয়ারের শুরু থেকেই, কারিকুরি করার ক্ষমতাও ছিল। কিন্তু পরিস্থিতি বুঝে বোলিং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। কিন্তু ফিরে আসা তাসকিনের ক্রিকেট মস্তিস্ক এখন পরিণত। যার সুফল পাচ্ছেন নিয়মিতই। দেশের উইকেটে মোস্তাফিজুর রহমানকে মনে করা হয় পেস বোলিং আক্রমণের সেরা অস্ত্রো। দেশের বাইরে এখন সেই জাগায় যে তাসকিনের নাম বলতে হবে দক্ষিণ আফ্রিকা সফরে সেই জানান দিয়ে চলেছেন তাসকিন।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে তাসকিনের আগুনঝড়া বোলিং বড় অবদান। আজ প্রোটিয়াদের অনেকটা একাই ধসিয়ে দিলেন তাসকিন।

বাংলাদেশের দীর্ঘদেহী পেসার শুরুটা করেছিলেন কাইল ভেরেইনাকে দিয়ে। তাসকিনের অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে এনে বোল্ড ভেরেইনা। খানিক বাদে তাসকিনের অফ স্ট্যাম্পের বাইরের বলটা বেশ উঠেছিল, মুভমেন্টও ছিল। ডেভিড ম্যালান পুরোদমে পরাস্ত। বল তার ব্যাটে কানা ছুয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। দলীয় ১০৭ রানের মাথায় গতির ঝড়ে ডোয়াইন প্রিটোরিয়াসকে ফেরান তাসকিন। তাসকিনের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ প্রিটোরিয়াস।

ইনিংসের ২৯তম ওভারে পাঁচ উইকেট ছুয়েছেন তাসকিন। লেগ স্টাম্পের বাইরে ওভারের তৃতীয় বলটি এজড হয়ে আউট মিলার। একই ওভারে কাগিসো রাবাদাকে দারুণ এক সুইং বলে পরাস্ত করে পাঁচ নম্বার উইকেটটি তুলে নেন তাসকিন।

শেষ পর্যন্ত তাসকিনের বোলিং ফিগার ৯ ওভারে ৩৫ রানে ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৫৪ রানে।

টপ নিউজ তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর