Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২২ ১৯:৫৭

টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা দুর্দন্ত করেন দুই ওপেনার জানেমান মালান এবং কুইন্টন ডি কক। প্রথম ৬ ওভারে ৪০ রান তুলে নেওয়া প্রোটিয়ারা বড় সংগ্রহের আভাসই দিচ্ছিলেন। তবে তাসকিন আহমেদের বোলিং তোপে শেষ পর্যন্ত ৩৭ ওভারে ১৫৪ রানেই অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

শুরুটা করেছিলেন মেহেদি হাসান মিরাজ। জানেমান মালান এবং কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিটা ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানদের বেশ ভালো ভাবেই সামলাচ্ছিলেন মালান-ডি কক জুটি। প্রথম ছয় ওভারে ৪০ রান তুলে ফেলেছিলেন তারা। তবে ৭ম ওভারে এসে টাইগারদের মুখে হাসি ফোটালেন মিরাজ। ওভারের পঞ্চম বলটি লং অফ দিয়ে উঁচিয়ে মারতে চেয়েছিলেন কিন্তু সেখানে থাকা মাহমুদউল্লাহ বল তালুবন্দি করলে ফিরতে হয়ে ভয়ংকর ডি কককে। আউট হওয়ার আগে ৮ বলে ১২ রান করেন তিনি। আর দলীয় ৪৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের।

বিজ্ঞাপন

এরপর ১৩তম ওভারে এসে দ্বিতীয় উইকেট তুলে নায় বাংলাদেশ। ওই ওভারের তৃতীয় বলটি স্টাম্পের বেশ বাইরে করেছিলেন তাসকিন। আর লাইনের বাইরের বল খেলতে গিয়েই ব্যাটের কানায় লেগে বোল্ড হন ভেররেন্নে। ১৬ বলে একটি চারে ৯ রান করে তিনি ফিরেছেন দলীয় ৬৬ রানে।

মালানকেও ইনিংস বড় করতে দেননি তাসকিন। পরের ওভারে বল হাতে এসেই তুলে নিয়েছেন এই ওপেনারকে। আউট হওয়ার আগে ৫৬ বলে ৭টি চারে ৩৯ রান করেন মালান। দলীয় ৬৯ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার।

পরের ওভারে বল হাতে এসে বাভুমাকে তুলে নিয়েছেন সাকিব। ১৬তম ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসানের বল খেলতে গিয়ে পরাস্ত হন বাভুমা আর তাতেই বল আঘাত হানে তার পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। ১১ বলে ২ রান করে বাভুমা ফেরেন দলের ৭১ রানে।

বিজ্ঞাপন

৭১ রানে চার টপ অর্ডার ব্যাটারকে হারানোর পর শরিফুল ইসলাম এসে তুলে নেন প্রোটিয়াদের পঞ্চম উইকেট। রসি ভ্যান ডার ডুসেনকে টিকতেই দেননি শরিফুল। ১০ বলে ৪ রান করে ফেরেন এই ব্যাটার। এরপর ডেভিড মিলার এবং ডুয়েন প্রিটোরিয়াস মিলে চেষ্টা করেন বড় জুটি গড়ার। ষষ্ঠ উইকেটে ২৪ রানের জুটিও গড়ে ফেলেছিলেন তারা। কিন্তু তাদের জুটিকে বড় হতে দেননি দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ।

২৫তম ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন প্রিটোরিয়াস। শরীরের থেকে বেশ বাইরের বল খেলতে গিয়েছিলেন প্রিটোরিয়াস। তবে শেষ পর্যন্ত তাসকিনের বাউন্স প্রিটোরিয়াসকে পরাস্ত করে ব্যাটের কোণায় লেগে পৌঁছে যায় মুশফিকের অভিজ্ঞ গ্লাভসে। তাতেই দলীয় মাত্র ১০৭ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। তারপর কাগিসো রাবাদাকে তুলে নিয়ে তাসকিন পূর্ণ করলেন পাঁচ উইকেটে কোটা।

ওয়ানডেতে এটি তাসকিনের দ্বিতীয় ফাইফার। এর আগে ভারতের বিপক্ষে ২৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন এই পেসার।

শেষ দিকে কেশভ মহারাজ ২৮ রান করেন। তবুও ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন তাসকিন আহমেদ। দুটি উইকেট নেন সাকিব আল হাসান, এছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভার; ১৫৪/১০; (মালান ৩৯, ডি কক ১২, ভেররেন্নে ৯, বাভুমা ২, ডুসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, কেশভ ২৮, রাবাদা ৪, এনগিডি ০, শামসি ৩*); (শরিফুল ৭-০-৩৭-১, মোস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)।

টস: দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ তৃতীয় ওয়ানডে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর