তাসকিন তোপে একশ পেরুতেই ৬ উইকেট নেই প্রোটিয়াদের
২৩ মার্চ ২০২২ ১৯:০১ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ২২:১৭
সেঞ্চুরিয়নে তাসকিন আহমেদের বল যেন খেলতেই পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১০৭ রানে ছয় উইকেট হারানো প্রোটিয়াদের তিনটি উইকেটই ঝুলিতে পুরেছেন এই টাইগার পেসার। তার সঙ্গে সাকিব, মিরাজ ও শরিফুল নিয়েছেন একটি করে উইকেট।
৭১ রানে চার টপ অর্ডার ব্যাটারকে হারানোর পর শরিফুল ইসলাম এসে তুলে নেন প্রোটিয়াদের পঞ্চম উইকেট। এরপর ডেভিড মিলার এবং ডুয়েন প্রিটোরিয়াস মিলে চেষ্টা করেন বড় জুটি গড়ার। ষষ্ঠ উইকেটে ২৪ রানের জুটিও গড়ে ফেলেছিলেন তারা। কিন্তু তাদের জুটিকে বড় হতে দেননি দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ।
এর আগে জানেমান মালান এবং কাইল ভেররেন্নেকে তুলে নেওয়া তাসকিনের এবারের শিকার ডুয়েন প্রিটোরিয়াস। ২৫তম ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন প্রিটোরিয়াস। শরীরের থেকে বেশ বাইরের বল খেলতে গিয়েছিলেন প্রিটোরিয়াস। তবে শেষ পর্যন্ত তাসকিনের বাউন্স প্রিটোরিয়াসকে পরাস্ত করে ব্যাটের কোণায় লেগে পৌঁছে যায় মুশফিকের অভিজ্ঞ গ্লাভসে। তাতেই দলীয় মাত্র ১০৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান। কেশভ ১ ও মিলার ৯ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস