ডি কককে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ
২৩ মার্চ ২০২২ ১৭:৪০ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৮:১৮
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। সিরিজ নিশ্চিতের লড়াইয়ে টস হেরে প্রথম বোলিং করতে নামে বাংলাদেশ। আর শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও প্রোটিয়া ব্যাটাররা। ৭ম ওভারে এসে মেহেদি হাসান মিরাজ ভয়ংকর কুইন্টন ডি কককে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে টাইগারদের স্বস্তি এনে দিলেন।
জানেমান মালান এবং কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিটা ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানদের বেশ ভালো ভাবেই সামলাচ্ছিলেন মালান-ডি কক জুটি। প্রথম ছয় ওভারে ৪০ রান তুলে ফেলেছিলেন তারা। তবে ৭ম ওভারে এসে টাইগারদের মুখে হাসি ফোটালেন মিরাজ।
৭ম ওভারের প্রথম চার বল থেকে ছয় রান তুলে নেয় প্রোটিয়ারা। চতুর্থ বলে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকান ডি কক। পরের বলটি লং অফ দিয়ে উঁচিয়ে মারতে চেয়েছিলেন তিনি কিন্তু সেখান থাকা মাহমুদউল্লাহ বল তালুবন্দি করে ফেরালেন ভয়ংকর ডি কককে। আউট হওয়ার আগে ৮ বলে ১২ রান করেন তিনি। আর দলীয় ৪৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের।
এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৫০ রান। উইকেটে আছেন জানেমান মালান ৩০ ও ভেররেন্নে ১ রানে।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
তৃতীয় ওয়ানডে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ