Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে দেশে ফিরছেন সাকিব, টেস্ট সিরিজে অনিশ্চিত


২৩ মার্চ ২০২২ ১৭:০৫ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৯:১৮

রাতে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পরপরই দেশের বিমান ধরবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেঞ্চুরিয়ানে। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটি শেষ হওয়ার কথা রাত ১টার পর। তার পরপরই দেশের বিমান ধরবেন সাকিব।

বুধবার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্টের বিশ্বস্ত একটি সূত্র। অন্য এক প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সারাবাংলাকে বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে (সাকিবের রাতে ফেরার বিষয়ে) সব ধরনের ব্যবস্থা করে রাখা আছে।’

সাকিবের সন্তান, মা এবং শাশুড়ী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ওদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জয়ের সুযোগের সামনে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে সাকিব দেশে ফিরে আসবেন নাকি দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন, এমন আলোচনা চলছে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর থেকেই। সাকিব পারিবারিক জরুরীর বিষয়টি পাশ কাটিয়ে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ তৃতীয় ওয়ানডে খেলে তবেই দেশের বিমান ধরবেন।

এদিকে আজ দেশে ফেরাতে  দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট যে খেলা হচ্ছে না তা অনেকটা নিশ্চিত। পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটি খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে সাকিবের পরিবারের সদস্যদের সুস্থতার ওপর।

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর