ব্যাটিং ব্যর্থতায় হতাশ বাংলাদেশ অধিনায়ক
২২ মার্চ ২০২২ ২০:০৬
ওয়ানডেতে ভারতকে আগে কখনোই হারাতে পারনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তির বিচারে ভারতীয়রা অনেকটাই এগিয়ে। তবে প্রথবার বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদশ পাকিস্তান ও ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে যেমন দাপুটে খেলল তাতে ভারতের বিপক্ষে জয় না হোক, শক্ত একটা লড়াই নিশ্চয় প্রত্যাশা করেছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই প্রত্যাশার পূরণ হয়নি এতটুকু। ভারতকে ২২৯ রানে আটকে দিলেও পরে ১১৯ রানে গুটিয়ে গিয়ে ১১০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।
ভারতের ২২৯ রানের জবাব দিতে নেমে আজ শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া দলটি। এরপর আর কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, ভারতের মতো দলকে মোটামুটি স্কোরে আটকে রেখে আমাদের বোলাররা আজকেও চমৎকার কাজ করেছে। রান তাড়া তখনই কঠিন হয়ে যায়, যখন টপ অর্ডার রান করতে না পারে। দেখা যায় যে, লোয়ার ও মিডল অর্ডারের জন্য কাজটা কঠিন হয়ে যায়। টপ অর্ডাররা যদি অবদান রাখতে পারত, তাহলে ম্যাচটি ভিন্ন হতে পারত। অন্তত আমরা আরও কাছাকাছি যেতে পারতাম।’
তিনি বলেন, ‘টপ অর্ডার ধসে পড়ার জন্যই আজকের ম্যাচে এই অবস্থা। কোনো অজুহাত দেওয়ার কিছু নেই। এটা টপ অর্ডারদেরই দায়ভার পুরোটা। আমরা যদি দলের জন্য কিছু কিছু রান করতে পারতাম, আমিসহ, যদি তখন আউট না হতাম, যদি একটি জুটি গড়তে পারতাম, সেক্ষেত্রে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।’
অভিজ্ঞতার বিচারেও বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। অভিজ্ঞতা মাঠের ক্রিকেটে বড় ভূমিকা রেখেছে বললেন বাংলাদেশ অধিনায়ক।
নিগার বলেন, ‘আমার কাছে যেটা পার্থক্য মনে হয়, ওরা ২৪০ ম্যাচ খেলেছে, আমরা ৪৬টি খেলেছি মাত্র। এটা একটা পার্থক্য আছে। তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ম্যাচের ভেতরে থাকে, আমরা অতটা খেলতে পারি না। তাদের আর আমাদের শক্তির কথা যদি বলেন, স্পিন আক্রমণ কম-বেশি একই প্রায়। আমাদের বোলিং ইউনিট থেকে শুরু করে ব্যাটিংয়ে সাত-আট পর্যন্ত ব্যাটিং করার সামর্থ্য আছে। কিন্তু অভিজ্ঞতায় আমরা অনেক পিছিয়ে।’
বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শক্তি ও সামর্থের দিক দিয়ে অনেক এগিয়ে থাকা দলটির বিপক্ষে আগামী শুক্রবার ওয়েলিংটনে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।