Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোহানেসবার্গের উইকেটের আচরণে অবাক তামিম


২১ মার্চ ২০২২ ০০:১৪ | আপডেট: ২১ মার্চ ২০২২ ০০:২০

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওয়ানডেতে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু আজ জোহানেসবার্গে স্রেফ উড়িয়ে গেল তামিম ইকবালের দল। ব্যাটিং-বোলিং কোনটিই ভালো না হওয়া বাংলাদেশ ম্যাচ হেরেছে ৭ উইকেটে। ম্যাচ শেষে উইকেটকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের উইকেট বাংলাদেশের ক্ষেত্রে আজ অপ্রত্যাশিত আচরণই করেছে। ইনিংসের শুরুতে লেন্থ থেকে কোনও ডেলিভারি হঠাৎ বাড়তি লাফিয়ে উঠেছে, আবার কিছু বল হঠাৎ নিচুও হয়েছে। এই অসমান বাউন্সের উইকেটে দক্ষিণ আফ্রিকার দুই পেশীবহুল পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি টানা বাংলাদেশি ব্যাটারদের শরীর তাক করে বোলিং করে গেছেন। তাতে শুরুতেই ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

বিজ্ঞাপন

৩৪ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল বললেন, বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে সেখানেই। উইকেটেও দ্বিমুখী আচরণ নিয়েও আক্ষেপ ঝড়ল তামিমের কণ্ঠে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বাউন্স থাকবে এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে অসমান বাউন্স ছিল। যদি দেখেন আমার আউট, পুরো খেলা যদি দেখেন। একটা বল উপরে উঠছে, একটা নিচে নামছে।’

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ভেঙে পড়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে তামিমের ব্যাখ্যা, ‘উইকেটটা তো আসলে দেখে অনুমান করা খুবই মুশকিল যে উইকেটে অসমান বাউন্স হবে। আমি ১৫ বছর ধরে খেলে সম্ভবত দ্বিতীয় ম্যাচ এখানে খেললাম, একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিলাম আগে। আমাদের অনেক কিছু পরিসংখ্যানেও যেতে হয়। এই মাঠে যদি ইতিহাসটা দেখেন যে ম্যাচগুলো হয়েছে দল আগে ব্যাট করলে অনেক রান করেছে ও অনেক ম্যাচ জিতেছে।’

বিজ্ঞাপন

উইকেটে এমন বাউন্স হবে অনুমান করলে আগে ব্যাটিং করতেন না বলছেন তামিম, ‘অসমান হবে, এরকম বাউন্স হবে উইকেট দেখে অনুমান করা সম্ভব না। যদি জানতাম তাহলে হয়তবা আগে ব্যাট করতাম না, ফিল্ডিংই করতাম। তবে দ্বিতীয় ইনিংসেও কয়েকটা বল অসমান হয়েছে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি শেষে এখন ১-১ ব্যবধানে সমতা। সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।

ওয়ানডে সিরিজ টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর