Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দশ ওভারেই ম্যাচ হেরেছে বাংলাদেশ


২০ মার্চ ২০২২ ২২:৪৮ | আপডেট: ২০ মার্চ ২০২২ ২৩:০৯

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল কন্ডিশন আর প্রতিপক্ষের পেস বোলিং আক্রমন নিয়ে। এই দুটিতেই আজ কুপকাত বাংলাদেশ! প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ ব্যাটিং করতে নেমে রীতিমতো ধুঁকেছে।

প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১৪ রান  তুলেছিল বাংলাদেশ। ম্যাচও জিতেছিল তামিম ইকবালের দল। আজ টস জিতে সেই কারণেই বুঝি  আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু প্রথম ম্যাচের পূনরাবৃত্তি ঘটার বিপরীতে আজ হলো উল্টোটা। মাত্র ৩৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচ হেরে তেঁতেই ছিলেন প্রোটিয়ারা। বাংলাদেশি ব্যাটারদের কাবু করার কৌশলও হয়তো আয়ত্ব করেছিলেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা! আজ নতুন বলে টানা গতির ওপর বাংলাদেশি ব্যাটারদের শরীরে বোলিং করে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসাররা। এতেই ছন্নছাড়া বাংলাদেশের টপ ও মিডল অর্ডার। ৩৪ রাানে প্রথম পাঁচ ব্যাটার ফিরলে মনে হচ্ছিল সর্বনিম্ন রানের রেকর্ড হচ্ছে না তো আবার! শেষ পর্যন্ত আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে বাংলাদেশ অবশ্য ১৯৪ পর্যন্ত গেছে। কিন্তু এই দক্ষিণ আফ্রিকার উইকেট এই সংগ্রহ যে মোটেও নিরাপদ নয় সেটা পরে ভালোভাবেই বুঝেছে বাংলাদেশ। পরে ছয় উইকেটের সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে তামিম ইকবাল বলছেন, ম্যাচটা বাংলাদেশ হেরেছে প্রথম দশ ওভারেই।

তামিম বলেন, ‘আমরা এখানে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। অবশ্যই আমরা এখানে বেশ কিছু ভুল করেছি। তারা এখানে ভালো করেছে। তারা প্রথম ১০ ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা দুজনেই অনেক মান সম্পন্ন বোলার। তাদেরকে ভালোভাবে খেলতে পারিনি আমরা যেটা প্রথম ম্যাচে পেরেছিলাম।’

বিজ্ঞাপন

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘এখন অনেক মন্তব্য আসবে, টস জিতে আমরা আগে বোলিং না নিয়ে ব্যাটিং নিয়েছি। আমি টসের সময় বলেছিলাম, এখানে আমার খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। আমরা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিয়েছি। পরিসংখ্যান বলছে আগে ব্যাট করে এখানে অনেক ম্যাচ জিতেছে।’

আফিফ হোসেন ধ্রুব তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর