Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোহানেসবার্গে রাবাদা-ডি ককরা ‘গোলাপি’ হলেন যে কারণে


২০ মার্চ ২০২২ ১৬:১১ | আপডেট: ২০ মার্চ ২০২২ ১৬:২১

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জার্সি দেখে অনেকের মনে খটকা লাগতে পারে! আজ গোলাপি জার্সি পরে খেলতে নেমেছেন স্বাগতিকরা।

সিরিজর প্রথম ওয়ানডেতে চিরাচরিত সবুজের ওপর হলুদ আভার পরিচিত জার্সি পরে মাঠে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। কিন্তু আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা মাঠে নেমেছেন গোলাপি জার্সি পরে। আজ বাদে সিরিজে রঙিন পোশাকের আগামী ম্যাচগুলো আবার প্রোটিয়ারা খেলবেন চিরাচরিত সবুজের ওপর হলুদ আভার পরিচিত সেই জার্সিতে। তাহলে আজ গোলাপি জার্সি কেন?

বিজ্ঞাপন

এটির মহৎ এক উদ্দেশ্য আছে। স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে প্রোটিয়াদের এই উদ্যোগ। স্তন ক্যান্সারের সচেতনতায় জোহানেসবার্গে অনুষ্ঠিত হওয়া রঙিন পোশাকের ম্যাচগুলোতে গত এক দশক ধরে গোলাপি জার্সি পরে আসছে প্রোটিয়ারা। ‘বার্ষিক পিঙ্ক ডে’ হিসেবে পরিচিত এই ম্যাচগুলো। যা শুরু হয়েছে ২০১৩ সালে।

‘বার্ষিক পিঙ্ক ডে’ থেকে তহবিল সংগ্রহ করে স্তন ক্যান্সারের সচেতনতা তহবিলে দান করা হয়। এ বিষয়ে স্পন্সর বেটওয়ে এসএ’র কর্মকর্তা ডেভিড রাচিডি বলেন, ‘রোববার পিঙ্ক ওয়ানডেতে প্রোটিয়ারা যতগুলো ছয়-চার মারবে তার ওপর নির্ভর করে স্পন্সরশিপের পুরো টাকা স্তন ক্যান্সারের সচেতনতা তহবিলে দেওয়া হবে। এই খেলার মধ্যে বিশেষ ভালো কাজ অন্তর্নিহিত, আমরা আশা করব অনেক চার-ছয় হবে।’

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের জন্য ম্যাচটি বাড়তি গুরুত্বের। অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘আমরা সবসময় জয়ের জন্য মাঠে নামি এবং পিঙ্ক ডে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ভালো ম্যাচ খেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজকের ম্যাচ থেকে পাওয়া অর্থ জমা হবে শার্লট ম্যাক্সেক জোহানেসবার্গ অ্যাকাডেমিক হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার ক্লিনিকের তহবিলে।

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর