Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিততেই মাঠে নামবে বাংলাদেশ’


১৮ মার্চ ২০২২ ১৬:৩০ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৬:৩৩

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনায় বারবার ফিরে আসে সেই ব্যর্থতার গল্প, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা গিয়ে দেশটিকে হারাতে পারেনি বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় ১৯ ম্যাচ খেলেও জয়হীন বাংলাদেশ। এবারের সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে বারবার সেই আক্ষেপ ঘোচানোর কথা বলা হয়েছে। দক্ষিণ আফ্রিকা গিয়েও জয়হীনতা কাটানোর কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক, কোচ। প্রত্যাশা কতোটা পূরণ হবে সেটা সময়ই বলে দিবে। সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল অবশ্য বলে দিলেন, জিততেই মাঠে নামবে তার দল।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশে হারাতে না পারলেও বিপক্ষ কন্ডিশনে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের কিন্তু আছে। ২০১৯ সালের বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়েছিল টাইগাররা। ওই জয়ের আগে বাংলাদেশের ড্রেসিংরুম ছিল আত্মবিশ্বাসী। তামিম জানালেন, এবারের সিরিজ শুরুর আগেও বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা একই।

সেঞ্চুরিয়ানে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘দলের সেরা দিক হচ্ছে… যেটা আমি অনুভব করি- ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো আছে। দলের প্রত্যেকে প্রস্তুত আছে। প্রস্তুতিতে সবাই চেষ্টা করেছে যত তাড়াতাড়ি এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সবকুটু করার চেষ্টা করব। যেন আমরা ভালো করতে পারি।’

জয়ের লক্ষ্য নিয়েই তার দল মাঠে নামবে বললেন তামিম, ‘আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলার জন্য। জয়ের চিন্তা করেই আমরা মাঠে নামব। মাঠের বাইরে আমরা যত কথাই বলি, পরিকল্পনা করি… আমরা মাঠে গিয়ে কতটুকু ভালো ব্যাটিং করতে পারি, বোলিং করতে পারি ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি সেটার ওপর নির্ভর করবে। প্রত্যেকে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। আশা করছি আমরা কাল ভালো শুরু করব।’

তামিম ইকবাল বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর