Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডমিঙ্গোকে নিয়ে খেলোয়াড়দের অভিযোগ আছে: মাশরাফি


১৭ মার্চ ২০২২ ১৮:১৮ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৮:৩১

একদিন পর দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে নাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর সমালোচনা করলেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বলেছেন, ডমিঙ্গোকে নিয়ে খেলোয়াড়দের অভিযোগ আছে। দক্ষিণ আফ্রিকান  এই কোাচের অধিনে জাতীয় দলের ড্রেসিংরুমে স্বাভাবিক পরিবেশ নেই বলেছেন মাশরাফি।

রাসেল ডমিঙ্গোর সঙ্গে মাশরাফির সম্পর্কটা একদমই ভালো না। কোচ ডমিঙ্গোর অধীনেই মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেছে। অবশ্য ডমিঙ্গোর অধিনে বাংলাদেশের পারফরম্যান্সও ভালো না। সব চেয়ে বাজে সময় কেটেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। আট ম্যাচ খেলে শুধু সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। তখনও ডমিঙ্গোর কড়া সমালোচনা করেছিলেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক প্রধান কোচের সমালোচনা করলেন আবারও।

বিজ্ঞাপন

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলবেন মাশরাফি। বৃহস্পতিবার (১৭ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন মাশরাফি। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা ঘরের মাঠে যেসব ম্যাচ হেরেছি, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ… অনেক কিছুই আছে। আমি মনে করি এখন পর্যন্ত ওর (ডমিঙ্গো) পারফরম্যান্স খারাপের দিকেই বেশি। দেখা যাক দক্ষিণ আফ্রিকায় যদি অসাধারণ কিছু করে আসে… ওর সংস্কৃতি, ও পরিবেশ জানে, উইকেট সম্পর্কে ভালো ধারণা। আশা করছি ও একটা বড় ভূমিকা পালন করবে। সেটা করতে পারলে খুবই ভালো হবে।’

বিজ্ঞাপন

মাশরাফি বলেন, ‘সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাকে নিয়ে খেলোয়াড়দের অভিযোগ আছে। প্রথম যে বিষয়, সেটা হচ্ছে আপনার ড্রেসিংরুমে খুশি থাকা। সেটা যদি থেকে থাকে তাহলে ভালো। আমার কাছে সেটা (ড্রেসিংরুম খুশি) মনে হয়নি। এজন্য খোলা মনে বললাম এটা।’

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া ঠিক হবে কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ ক্রিকেটে সাফল্যের পাল্লা বেশি ভারি নয়। যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তার ছিল। একেক কোচের কাছে একেক রকম। বিসিবি যদি তাকে নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে খুব ভালো। এটা বিসিবির সিদ্ধান্ত। এখন পর্যন্ত ওর ব্যর্থতার পাল্লা ভারি বেশি।’

বাংলাদেশ ক্রিকেট মাশরাফি বিন মুর্তজা রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর