Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারে প্রিমিয়ার লিগ শুরু মোহামেডানের


১৬ মার্চ ২০২২ ২০:০৬ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ২০:০৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরুটা ভালো হলো না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। লিগে নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪১ রানে হেরেছে মোহামেডান। দিনের অপর ম্যাচে খেলাঘর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বুধবার (১৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংটাই ডুবিয়েছে মোহামেডানকে। জয়ের জন্য ২৫০ রান প্রয়োজন ছিল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির। কিন্তু মোহাম্মদ হাফিজ, সৌম্য সরকাররা গুটিয়ে গেছেন মাত্র ২০৯ রানেই।

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী শুভ ও পারভেজ হোসেন ইমনই কেবল বলার মতো স্কোর গড়তে পেরেছেন। ওপেনিংয়ে নেমে ৫৪ রান করেছেন ইমন। আটে নেমে ৫২ বলে ৫১ রান করেছেন সোহরাওয়ার্দী শুভ। ৪৮.৩ ওভারে ২০৯ রানে গুটিয়ে গেছে মোহামেডান।

এর আগে সাজ্জাদুল হকের ৭০ ও আলাউদ্দিন বাবু ৪৫ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫০ রান তুলেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির ৩ নাম্বার মাঠে আমিত হাসানের ১০৭ রানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান তোলে খেলাঘর। শেখ জামালের হয়ে ৩ উইকেট নেন সাইফ হাসান।

পরে সৈকত আলী ও সাইফ হাসানের ব্যাটে ৬ উইকেটের সহজ জয় নিশ্চিত করেছে শেখ জামাল। ওপেনিংয়ে ১১১ রান তোলেন সৈকত সাইফ। জহুরুল ইসলামের ব্যাট থেকে এসেছে ৪৭ রান। ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ২২২ রান তোলে শেখ জামাল। সাইফ হাসান ৬২ রান করেছেন। সৈকত আলী ৬৩ রান করেছেন।

ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর