Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় হাফিজ


১৬ মার্চ ২০২২ ০০:২৮

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলবেন সেটা আগেই জানা গিয়েছিল। আজ তার আনুষ্ঠানিকতা শেষ হলো। ডিপিএল খেলতে ঢাকায় চলে এসেছেন পাকিস্তানি তারকা। আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর হয়েছে দুই পক্ষের মধ্যে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকায় এসে পৌঁছান হাফিজ। তার কয়েক ঘণ্টা পরই মোহামেডানের আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির পরিচালক, ক্রিকেট কমিটির উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনম।

বিজ্ঞাপন

বুধবার ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মোহামেডান। জানা গেছে, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন হাফিজ।   জানালেন প্রিমিয়ার লিগে মোহামেডানের অংশ হতে মুখিয়ে আছেন তিনি।

হাফিজ বলেন, ‘সত্যি বলতে, এই ঐতিহাসিক ক্লাবের অংশ হতে পেরে আনন্দিত। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যতবারই এসেছি ততবারই এই ক্লাবের কথা শুনেছি। মানুষের মুখে মুখে এই ক্লাবের নাম। আমি যখন প্রস্তাব পেয়েছি, আমি অ্যাভেইলেভেলও ছিলাম… মনে হলো এই ঐতিহাসিক ক্লাবটির অংশ হওয়ার এটাই সুযোগ এবং এখানকার ভালোমানের ক্রিকেটের অভিজ্ঞতা নেওয়া উচিত। আমি জানি এখানে সব সময়ই দারুণ প্রতিদ্বন্দ্বীতা হয়। এখানে আসা এবং বাংলাদেশের কিছু আন্তর্জাতিক ও তরুণ খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচ ও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

এবারের প্রিমিয়ার লিগের জন্য শক্তিশালী দল গড়েছে মোহামেডান। দেশের বড় তারকাদের নিয়ে একাদশে তারকার ঝাঁক বসিয়েছে দলটি। কিন্তু বাংলাদেশ জাতীয় দলের দক্ষিণ আফিকা সফরের জন্য লিগের শুরুতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজদের মতো তারকাদের  পাচ্ছে না মোহামেডান।

বিজ্ঞাপন

মূলত সেই শূন্যতাটা পূরণ করতেই হাফিজকে দলে ডেকেছে মোহামেডান। হাফিজও প্রস্তুত দায়িত্ব নিতে। বললেন, ‘আমরা বেশ কিছু খেলোয়াড়কে শুরুতে পাচ্ছি না। তারা সফরে গেছে। তবে দ্রুতই তারা আবার ফিরে আসবে। আমি মনে করি তরুণদের নিজেদের মেলে ধরার এবং সামর্থ্য দেখানোর সেরা সুযোগ। পাশাপাশি অন্য দলগুলোও নিজেদের তরুণ ক্রিকেটারদের উঠিয়ে আনতে বড় সুযোগ পাচ্ছে। দল হিসেবে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, ভালো ক্রিকেট খেলতে পারব। দলে কিছু আন্তর্জাতিক খেলোয়াড়ও আছে…আপনি সৌম্যর কথা বললেন, তাকে আমরা পাচ্ছি। আমরা প্রত্যেকে জানি সে কতটা প্রতিভাবান। সঙ্গে আরো কয়েকজন ভালো খেলোয়াড়ও আছে। তাদের সঙ্গে মোহামেডানে আনন্দ নিয়ে খেলতে মুখিয়ে আছি।’

ডিপিএল মোহামেডান মোহাম্মদ হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর