Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীকে উড়িয়ে প্রিমিয়ার লিগ শুরু রূপগঞ্জ টাইগার্সের


১৫ মার্চ ২০২২ ১৬:২০ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৭:৩৫

প্রথমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে এসে শুরুতেই চমকে দিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। লিগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনী লিমিটেডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে রূপগঞ্জ।

প্রথমে ব্যাটিং করে নাইম শেখের সেঞ্চুরিতে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল আবাহনী। পরে তরুণ জাকির হাসানের দারুণ এক সেঞ্চুরি এবং মিজানুর রহমানের দারুণ এক ইনিংসে ভর করে ৪২ ওভারেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে আসা রূপগঞ্জ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জের শুরুটাই হয়েছিল দুর্দান্ত। ৪৮ রানে চার উইকেট তুলে নিয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা আবাহনীকে শুরুতেই চাপে ফেলে দিয়েছিল রূপগঞ্জ। তবে তরুণ টপ অর্ডার ব্যাটার নাইম শেখ একপ্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন বলে বেশ শক্ত একটা স্কোরই পায় আবাহনী।

১৩২ বলে ১০ চার ২ ছয়ে ১১৫ রান করেছেন নাইম। আবাহনীর মিডল অর্ডারের ব্যর্থতার দিনে আট নম্বরে নেমে ৪৩ বলে ৪০ রান করেছেন অনেকদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন। সব মিলিয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে আবাহনী।

রূপগঞ্জের হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল্লাহ ও ফরহাদ রেজা।

পরে জবাব দিতে নেমে প্রথম উইকেট জুটিতেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে রূপগঞ্জ। ইনিংসের শুরু থেকেই দারুণ ব্যাটিং করা রূপগঞ্জের দুই ওপেনার জাকির আলী ও মিজানুর রহমান প্রথম উইকেটে তোলেন ১৬৬ রান। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ৮২ বলে ১২টি চার ৩টি ছয়ে ৯২ রান করে ফেরেন মিজানুর।

বিজ্ঞাপন

তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি তরুণ জাকির। ১১৬ বলে ১১৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলার পথে জাকির চার মেরছেন ১৫টি, ছক্কা ২টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে জাকিরের এটা প্রথম সেঞ্চুরি। তিনে নামা বিদেশি ক্রিকেটার অপরাজিত বাবা (১১) খুব একটা ভালো করতে না পারলেও ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক মার্শাল আইয়ূব বাকি কাজটা সেরেছেন দারুণভাবে।

রূপগঞ্জের জয় নিশ্চিত হওয়ার সময় মার্শাল আইয়ূব অপরাজিত ছিলেন ২৩ রানে। ১০ রানে অপরাজিত ছিলেন ফজলে মাহমুদ রাব্বি।

আবাহনী লিমিটেড টপ নিউজ ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর