Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সের সামনে বড় টার্গেট


১৫ মার্চ ২০২২ ১৪:০৭

শুরু হয়ে গেল আলোচিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) মাঠের লড়াই। প্রথম দিনের খেলায় প্রথম ইনিংসটা হলো ব্যাটারদের। আজ দুই ভেন্যুতে প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ইনিংসে রান উঠেছে তিন ম্যাচেই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছে নতুন দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৫৫ রান তুলেছে আবাহনী লিমিটেড।

বিজ্ঞাপন

বিকেএসপিতে অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাটিং করে ২৯১ রান তুলেছে দলটি। বিকেএসপিতে অপর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ২৬৫ রান তুলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মিরপুরে প্রথমে ব্যাটিং করতে নামা আবাহনীর শুরুটা অবশ্য ভালো হয়নি। নতুন দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলাররা শুরুতে দারুণভাবে চেপে ধরেছিল আবাহনীকে। মাত্র ৪৮ রানে চার উইকেট তুলে নেয় দলটি। তবে নাইম শেখ একপ্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি করলেন বলে তারপরও বড় স্কোর পেয়েছে আবাহনী।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে আবাহনী। নাইম ওপেনিংয়ে নেমে ১৩২ বলে ১১৫ রান করেছেন। ইনিংসে চার মেরেছেন ১০টি, ছক্কা ২টি। এছাড়া চোট কাটিয়ে অনেকদিন পর মাঠে ফেরা তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন ৪৩ বলে করেছেন ৪০ রান। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ ৩টি ও শরিফুল্লাহ এবং ফরহাদ রেজা ২টি করে উইকেট নিয়েছেন।

বিকেএসপিতে তারুণ্যনির্ভর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভালো খেলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিডল অর্ডারে ১১৪ বল খেলে ৯২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাইম ইসলাম। এছাড়া সাব্বির রহমান রুম্মন ছয়ে নেমে ২৫ বলে করেছেন ৪২ রান। সব মিলিয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে রূপগঞ্জ। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে কাজী অনিক ইসলাম ৩টি ও আলমগীর হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

অপর ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছে প্রাইম ব্যাংক। ৮২ বলে সর্বোচ্চ ৬০ রান করেছেন এনামুল হক বিজয়। এছাড়া সামছুর রহমান শুভ ৪৫ ও অলক কাপালি ৪০ রান করেছেন।

গাজী গ্রুপ ক্রিকেটার্স টপ নিউজ ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর