‘আজ ইতিহাস গড়ার দিন’
১৪ মার্চ ২০২২ ১৭:৪৩ | আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৭:৫১
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েই পাকিস্তানের বিপক্ষে জয়- আজ সকালে বাঙালি জাতীকে আনন্দের এক উপলক্ষ্য এনে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে আজ ৯ রানে হারিয়েছেন নিগার সুলতানা, জানাহারা আলম, সালমা খাতুনরা। আনন্দে ভাসছে দেশের ক্রিকেটাঙ্গন। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা অনুভূতি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আজ ইতিহাস গড়ার দিন।
পাকিস্তান এমনিতে বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোর চেয়ে শক্তির বিচারে পাকিস্তানেরই বেশি কাছাকাছি বাংলাদেশ নারী দল। সে হিসেবে ‘কিছু হলেও হতে পারে’ এমন প্রত্যাশা এই ম্যাচকে ঘিরেই বেশি ছিল। হ্যামিল্টনে আজ সকালে সেই প্রত্যাশার পূরণ ষোলো আনা পূর্ণ করেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলছিলেন, ‘আমি এ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটি বিশ্বকাপে আমাদের প্রথম জয়। আমরা ইতিহাস গড়েছি। এই জয়ের ধারাবাহিকতা আমরা সামনের ম্যাচগুলোতেও টেনে নিয়ে যেতে চাই।’
আরে আগে পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচ খেলে ৫টিতে জিতেছিল বাংলাদেশ, অপর ৬টিতে পাকিস্তান। বিশ্বকাপ বাছাই পর্বেও পাকিস্তানের বিপক্ষে খেলেছেন বাংলাদেশি নারীরা। সেই ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। এতো খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লেগেছে বলেছেন নিগার।
তিনি বলেন, ‘আমরা পাকিস্তান দলকে খুব ভালো করেই চিনি, জানি। আমরা একে অন্যের বিপক্ষে অনেকবার খেলেছি। বাছাইপর্বেও আমরা পাকিস্তানকে শেষ ওভারে হারিয়েছিলাম।’
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারানোটা বেশ আত্মবিশ্বাগ জোগাবে বললেন বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্টে বাংলাদেশের এখনো চার ম্যাচ বাকি। এবং সবকটি প্রতিপক্ষই বেশ কঠিন। পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসে সেসব ম্যাচে ভালো করার প্রত্যাশা নিগারের।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জয় সবসময়ই আত্মবিশ্বাস জোগায়। এরকম কিছুই আমরা চাচ্ছিলাম। এই মোমেন্টামই আমরা চাচ্ছিলাম। আমাদের দলটি ভালো, ক্রমে উন্নতি করছি। আমরা জানি যে আমাদের সামর্থ্য আছে।’